Advertisement

Raksha Bandhan: রাখিবন্ধনে হবে বুধের উদয়, ভাগ্যের চাকা ঘুরবে এই ৩ রাশির

এবছর রাখিবন্ধন উৎসবের দিনটি অত্যন্ত শুভ। সেদিন অর্থাৎ আগামী ৯ অগাস্ট কর্কট রাশিতে উদয় হবে বুধের। এতে ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির।

রাখিবন্ধনরাখিবন্ধন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Aug 2025,
  • अपडेटेड 3:41 PM IST
  • রাখিবন্ধন উৎসবের দিনটি অত্যন্ত শুভ
  • ৯ অগাস্ট কর্কট রাশিতে উদয় হবে বনধ
  • কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

এবছর শনিবার, ৯ অগাস্ট রাখিবন্ধন উৎসব উদযাপিত হবে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, প্রতিবছর শ্রাবণ মাসে পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন উৎসব পালিত হয়। 

এই দিন বোনের হাত থেকে রাখি পড়েন ভাই-দাদারা। আর বোনকে রক্ষা করার দায়িত্ব নেবেন তাঁরা। জ্যোতিষীরা জানাচ্ছেন, এবছর রাখিবন্ধন উৎসব অত্যন্ত শুভ মনে করা হচ্ছে। কারণ ওই দিনই বুধদেবতা কর্কট রাশিতে উদয় হবে। 

২৪ জুলাই বুধ গ্রহ চন্দ্রের রাশি কর্কটে অস্ত হয়েছিল। অগাস্টের শুরুতে এই বুধদেবতা রাখিবন্ধনের দিন কর্কট রাশিতে উদিত অবস্থায় চলে যাবে। 

জ্যোতিষীরা মনে করেন, বুধদেবতাকে বৃদ্ধি, শিক্ষা, ব্যাপার এবং একাগ্রতার কারক মনে করা হয়। বিশ্বাসে রয়েছে, রাখিবন্ধনের দিন বুধের কর্কট রাশিতে উদয় হওয়ায় একাধিক রাশির জীবন আনন্দে ভরে যাবে। লাভজনক হবে ভবিষ্যৎ। 

কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?
মেষ: বুধের উদয় মেষ রাশির জাতকদের জন্য লাভজনক হবে। ব্যবসায় প্রগতি হবে। আটকে থাকা কাজ গতি পাবে। কর্মক্ষেত্রে সাফল্য এবং অধিক লাভের সুযোগ বাড়বে। 

মিথুন: চাকরি এবং পদোন্নতির সুযোগ তৈরি হবে মিথুন রাশির জাতকদের। সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ লাভ হবে। সমাজে এঁদের প্রতিষ্ঠা এবং সম্মান বৃদ্ধি হবে। পরিবারের সঙ্গে মিথুন রাশির জাতকদের সম্পর্ক আরও মজবুত হবে। 

কন্যা: আর্থিক ভাবে লাভবান এবং আটকে থাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির জাতকদের। ব্যবসায়ীরাও ভাল লাভ পাবেন। 

২০২৫ সালে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ৮ই আগস্ট দুপুর ২:১২ মিনিটে এবং শেষ হবে ৯ই আগস্ট দুপুর ১:২৪ মিনিটে। উদয়তিথি অনুসারে, রাখি উৎসব হবে ৯ই আগস্ট। এবছর রাখি বাঁধার সময় ভাদ্র মাসের অশুভ ছায়া পড়বে না, যা অত্যন্ত শুভ লক্ষণ। ভাদ্র মাস শেষ হবে ৯ আগস্ট রাত ১:৫২ মিনিটে। ফলে, সকাল থেকেই রাখি বাঁধা যাবে।

 

Read more!
Advertisement
Advertisement