Advertisement

Budh Rashifal: বুধের বিশাখা নক্ষত্রে প্রবেশ, তিন রাশিকে লম্বা সময় ধরে লাভ দেবে

Budh Rashifal: গ্রহদের মধ্যে বুধকে বুদ্ধি, ব্যবসা ও যোগাযোগের প্রধান সূচক ধরা হয়। বিশাখা নক্ষত্রে এর প্রবেশকে শুভ মনে করেন জ্যোতিষীরা। এই পরিবর্তনে তিনটি রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আপনি কি এই ৩ রাশির মধ্যে পড়ছেন?আপনি কি এই ৩ রাশির মধ্যে পড়ছেন?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 21 Nov 2025,
  • अपडेटेड 5:17 PM IST

Budh Rashifal: ২১ নভেম্বর বুধের নক্ষত্র পরিবর্তন নিয়ে জ্যোতিষ মহলে আবারও সরগরম আলোচনা। বৃহস্পতির অধীন বিশাখা নক্ষত্রে বুধ প্রবেশ করতেই নাকি কয়েকটি রাশির জীবনে বদলে যাবে সময়ের স্রোত। কর্মজীবন থেকে আর্থিক অবস্থায়, অনেকক্ষেত্রেই মিলতে পারে নতুন সুযোগের ইঙ্গিত। কোন কোন রাশি লাভবান হবে, দেখে নেওয়া যাক।

গ্রহদের মধ্যে বুধকে বুদ্ধি, ব্যবসা ও যোগাযোগের প্রধান সূচক ধরা হয়। বিশাখা নক্ষত্রে এর প্রবেশকে শুভ মনে করেন জ্যোতিষীরা। এই পরিবর্তনে তিনটি রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

মিথুন
মিথুন বুধের নিজস্ব রাশি। ফলে এই পরিবর্তন মিথুন রাশির জাতকদের জন্য বিশেষ সুবিধাজনক হতে পারে। ব্যবসায় উন্নতির দরজা খুলবে, অর্থাগম বাড়বে, নতুন কাজের সুযোগ মিলতে পারে। বিদেশ থেকে লাভ আসার সম্ভাবনাও উজ্জ্বল।

আরও পড়ুন

তুলা
তুলা রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে সময়টি ইতিবাচক। নতুন বিনিয়োগে লাভ দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি মিলবে। যাঁরা যোগাযোগ, মিডিয়া বা লেখালিখির সঙ্গে যুক্ত, তাঁদের জন্যও সময়টা শুভ।

বৃশ্চিক
বৃশ্চিক রাশির জাতকদের জন্য বুধের এই গতি সৌভাগ্য বয়ে আনবে। দীর্ঘদিন আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। ঋণমুক্ত হওয়ার পথ সহজ হবে। ব্যবসায়ীদের হাতে আসতে পারে স্থায়ী লাভ। আর্থিক স্থিতি মজবুত হওয়ার সম্ভাবনা প্রবল।

 

Read more!
Advertisement
Advertisement