Advertisement

Budhaditya Rajyog 2026: মকর সংক্রান্তিতে বুধাদিত্য যোগে লক্ষ্মীলাভ, পোড়া কপাল জাগবে ৩ রাশির

Budhaditya Rajyog 2026: জ্যোতিষশাস্ত্র অনুসারে, সব বড় গ্রহরাই কোনও না কোনও পর্ব বা উৎসবে শুভ যোগের নির্মাণ করে, যার সরাসরি প্রভাব ব্যক্তির জীবনে পড়তে দেখা যায়। এই বছর মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি পালন করা হবে। আর এইদিনই সূর্য ও বুধ ১০০ বছর পর একসঙ্গে মকর রাশিতে প্রবেশ করে বুধাদিত্য রাজযোগের নির্মাণ করবে।

বুধাদিত্য যোগে ৩ রাশির পোয়া বারোবুধাদিত্য যোগে ৩ রাশির পোয়া বারো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jan 2026,
  • अपडेटेड 12:16 PM IST
  • জ্যোতিষশাস্ত্র অনুসারে, সব বড় গ্রহরাই কোনও না কোনও পর্ব বা উৎসবে শুভ যোগের নির্মাণ করে, যার সরাসরি প্রভাব ব্যক্তির জীবনে পড়তে দেখা যায়।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সব বড় গ্রহরাই কোনও না কোনও পর্ব বা উৎসবে শুভ যোগের নির্মাণ করে, যার সরাসরি প্রভাব ব্যক্তির জীবনে পড়তে দেখা যায়। এই বছর মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি পালন করা হবে। আর এইদিনই সূর্য ও বুধ ১০০ বছর পর একসঙ্গে মকর রাশিতে প্রবেশ করে বুধাদিত্য রাজযোগের নির্মাণ করবে। এই যোগ কিছু রাশির জন্য খুবই শুভ হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক সেই লাকি রাশি কারা। 

এই বুধাদিত্য রাজযোগ কী
যখন সূর্য ও বুধ একটা রাশিতে একসঙ্গে বিরাজ করে, তখন বুধাদিত্য রাজযোগের সৃষ্টি হয়। জ্যোতিষে সূর্যকে আত্মবল, নেতৃত্ব ও সম্মানের কারক বলে মানা হয়। অপরদিকে, বুধকে বুদ্ধি, বাণী, ব্যবসা ও সিদ্ধান্ত নেওয়ার প্রতীক বলে বিবেচনা করা হয়। এই দুই গ্রহের যুতিতে ব্যক্তির আত্মবিশ্বাস ও সফলতা পাওয়ার ক্ষমতা বাড়ে। 

মেষ রাশি
বুধাদিত্য রাজযোগে মেষ রাশির ভাগ্য চমকাতে চলেছে। এই সময় সব অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভাল সুযোগ আসতে পারে। বিদেশ সফরের যোগ তৈরি হবে, যা লাভদায়ক প্রমাণিত হবে। সমাজে মান-সম্মান বাড়বে। পরিবারে সুখের আগমন হবে। ধার্মিক বা শুভ কাজে সামিল হওয়ার সুযোগ পাবেন। । এই সময় আত্মবিশ্বাস বাড়বে। নতুন দিশায় এগিয়ে যাওয়া অনুকূল হবে। 

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য বুধাদিত্য রাজযোগ সুখ-সুবিধা এনে দেবে। এই সময় বাড়ি, গাড়ি বা সম্পত্তির সঙ্গে যুক্ত কোনও ভাল খবর পেতে পারেন। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। প্রিয়জনদের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। আপনি নতুন কোনও কাজ বা বিনিয়োগ শুরু করবেন। মানসিক অশান্তি কম হবে। সিদ্ধান্ত নেওয়া সগজ হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। 

কুম্ভ রাশি
বুধাদিত্য রাজযোগ এই রাশিকে লাভের মুখ দেখাবে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। আপনার উপার্জন বাড়বে। পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে। বন্ধু ও আত্মীয়-স্বজনদের সহযোগিতায় কাজ এগিয়ে যাবে। নতুন সম্পর্ক ও পরিচয় থেকে লাভ পাবেন। শেয়ার বাজার বা অন্য কোনও ঝুঁকিপূর্ণ বিনিয়োগে টাকা ঢাললে, ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত আর্থিক লাভ করাবে। মানসিক ভারসাম্য বজায় থাকবে, যা আপনার জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক হবে।  
 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement