Advertisement

April Lucky Rashi: হিন্দু নববর্ষ থেকে ৫ রাশির সুসময়, এপ্রিলেই ঘুমন্ত ভাগ্য জাগবে এদের

April Lucky Rashi: চৈত্র নবরাত্রি শুরু হয়ে গিয়েছে ৩০ মার্চ অর্থাৎ রবিবার থেকে। আর আজ থেকেই হিন্দু নববর্ষ অর্থাৎ বিক্রম সংবৎ ২০৮২ সালের সূচনা হয়ে গিয়েছে। এই শুভ সংযোগকে খুবই শুভ বলে মনে করা হয়। আর এইদিন মীন রাশিতে সূর্য, শনি, বুধ ও রাহুর সংযোগ তৈরি হতে চলেছে। যার ফলে কিছু রাশির লাভ হতে চলেছে।

এপ্রিলের লাকি রাশিএপ্রিলের লাকি রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2025,
  • अपडेटेड 7:54 PM IST
  • চৈত্র নবরাত্রি শুরু হয়ে গিয়েছে ৩০ মার্চ অর্থাৎ রবিবার থেকে।

চৈত্র নবরাত্রি শুরু হয়ে গিয়েছে ৩০ মার্চ অর্থাৎ রবিবার থেকে। আর আজ থেকেই হিন্দু নববর্ষ অর্থাৎ বিক্রম সংবৎ ২০৮২ সালের সূচনা হয়ে গিয়েছে। এই শুভ সংযোগকে খুবই শুভ বলে মনে করা হয়। আর এইদিন মীন রাশিতে সূর্য, শনি, বুধ ও রাহুর সংযোগ তৈরি হতে চলেছে। যার ফলে কিছু রাশির লাভ হতে চলেছে। 

বৃষ রাশি
চৈত্র নবরাত্রি ও হিন্দু নববর্ষের শুভ সংযোগ থেকে বৃষ রাশির জীবন বদলে যাবে। প্রত্যেক কাজে উন্নতি আসবে। পরিশ্রমের ফল পাবেন। আটকে থাকা অর্থ পাবেন। আর্থিক পরিস্থিতি ভাল হবে। ব্যবসা আরও বাড়বে। পরিবারের সঙ্গে খুব ভাল সম্পর্ক তৈরি হবে। 

মিথুন রাশি
চৈত্র নবরাত্রি ও হিন্দু নববর্ষে শুভ সংযোগ মিথুন রাশির জন্য ভাল সময় নিয়ে আসবে। চাকরিতে পদ-প্রতিষ্ঠার পাশাপাশি কেরিয়ারও তুঙ্গে থাকবে। সম্পর্ক ভাল হবে। 

কন্যা রাশি
চৈত্র নবরাত্রি ও হিন্দু নববর্ষের শুভ যোগ কন্যা রাশির ভাগ্য চমকাবে। পড়ুয়াদের জন্য এই সময়কাল ভাল। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। 

মকর রাশি
চৈত্র নবরাত্রি ও হিন্দু নববর্ষের যোগ মকর রাশির জীবন বদলে দেবে। আয় বাড়বে। সুখ-সমৃদ্ধি আসবে এবং সুখবর পাবেন। 

কুম্ভ রাশি
চৈত্র নবরাত্রি ও হিন্দু নববর্ষের শুভ যোগে কুম্ভ রাশির আর্থিক পরিস্থিতি শুধরে যাবে। টাকা-পয়সা সংক্রান্ত সমস্যা একেবারে সমাপ্ত হবে।  

Read more!
Advertisement
Advertisement