Advertisement

December Rashifal Lucky Zodiacs: ডিসেম্বরে ৩ গ্রহের হেরফের, নববর্ষের আগে অপার সাফল্য ৪ রাশির

ডিসেম্বরে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছেন। মাসের শুরুতেই বুধের গোচর হবে। আগামী ৩ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবেন বুধ। দু'দিন পরেই (৫ ডিসেম্বর) ধনু রাশিতে প্রবেশ করবেন শুক্র। তার পর আগামী ১৬ ডিসেম্বর ধনু রাশিতেই গোচর করবেন সূর্যদেব। যিনি গ্রহের রাজা হিসেবে জ্যোতিষশাস্ত্রে বিবেচিত হন।

ডিসেম্বরের রাশিফল। ডিসেম্বরের রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Nov 2022,
  • अपडेटेड 10:01 PM IST
  • বছরের শেষ মাস ডিসেম্বর।
  • তার আগে একাধিক গ্রহের হেরফের হচ্ছে।

আসন্ন ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের শেষ মাস। শুরু হবে নতুন মাস। তার আগে একাধিক গ্রহের হেরফের হচ্ছে।ডিসেম্বর মাসে বুধ বক্রী অবস্থায় ধনু রাশিতে গমন করবে। শুক্র ইতিমধ্যে ওই রাশিতে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে একই রাশিতে বিপরীতমুখী বুধ এবং শুক্রের মিলনের কারণে একাধিক রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে বছরের শেষ মাস। ৫ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে শুক্র। ৩ ডিসেম্বর বুধ বক্রী অবস্থায় এই রাশিতে প্রবেশ করবে। ওই রাশিতে গোচর করবে সূর্যও। লাভবান হতে চলেছেন চার রাশির জাতক-জাতিকারা। 

ডিসেম্বরে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছেন। মাসের শুরুতেই বুধের গোচর হবে। আগামী ৩ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবেন বুধ। দু'দিন পরেই (৫ ডিসেম্বর) ধনু রাশিতে প্রবেশ করবেন শুক্র। তার পর আগামী ১৬ ডিসেম্বর ধনু রাশিতেই গোচর করবেন সূর্যদেব। যিনি গ্রহের রাজা হিসেবে জ্যোতিষশাস্ত্রে বিবেচিত হন।

মিথুন- এই রাশির জাতক-জাতিকাদের জন্য বুধ হল প্রথম ও চতুর্থ ঘরের অধিপতি। পঞ্চম এবং দ্বাদশ ঘরের অধিপতি শুক্র। গ্রহ বদলের ফলে ব্যবসায় লাভ পেতে পারেন। অংশীদারিত্বে ব্যবসায় অগ্রগতি হবে। বুধ, শুক্র এবং সূর্যের গোচরের ফলে মিথুন রাশির জাতক-জাতিকারা অপার সাফল্য লাভ করবেন। আয় বৃদ্ধির পথ প্রশস্ত হবে। কঠোর পরিশ্রম করলে সাফল্য পাবেন। বিবাহিত জীবন সুখের হবে। 

আরও পড়ুন

তুলা- এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্র হল আরোহী। অষ্টম ঘরের অধিপতি। বুধ নবম এবং দ্বাদশ ঘরের অধিপতি। এই দুটি গ্রহ একই রাশিতে প্রবেশ করলে আপনার ব্যক্তিগত জীবন সুখী হবে। লেখালেখি, কলাশিল্পের ক্ষেত্রের সঙ্গে যুক্তদের জন্য এই সময়টা ভালো। ব্যবসায় উন্নতির পাশাপাশি মুনাফা অর্জনের সুযোগও তৈরি হচ্ছে। আয় বৃদ্ধির যোগ তৈরি হবে। নতুন কোনও কাজ শুরু করার পরিকল্পনা করলে লাভবান হবেন। 

ধনু- শুক্র এবং বিপরীতমুখী বুধ এই রাশিতে মিলিত হতে চলেছে। তাই এই সময়টি ধনুর জাতক-জাতিকাদের জন্য খুব শুভ। আর্থিক সম্পদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। আপনার আয়ও বাড়তে পারে। সুস্বাস্থ্যের পাশাপাশি কর্মজীবনেও উন্নতি হতে পারে। আপনার ব্যবসার শ্রীবৃদ্ধিও ঘটবে। 

Advertisement

কন্যা- এই রাশির জাতক-জাতিকাদের আয় বাড়বে। কোনও সম্পত্তি থেকে আয়ের পথ খুলবে। আর্থিকভাবে শক্তিশালী হবেন। ব্যবসায় উন্নতি ঘটবে। সেই সঙ্গে লাভও হবে। কর্মক্ষেত্রে সিনিয়রদের প্রশংসা পাবেন। নতুন সুযোগ আসতে পারে। পারিবারিক জীবনও সুখের থাকবে।  

Read more!
Advertisement
Advertisement