Advertisement

Saturn Astrology 2024: সুখ-সমৃদ্ধি বাড়বে, শনির কৃপায় বাম্পার লাভ ৩ রাশির

জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে অন্যতম শনি। কুম্ভ রাশিতে বিরাজমান শনি। এই গ্রহের আশীর্বাদে সুখ-সমৃদ্ধি বাড়বে ৩ রাশির জাতকদের। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...

শনির কৃপায় ভাগ্য বদল।শনির কৃপায় ভাগ্য বদল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Apr 2024,
  • अपडेटेड 1:22 PM IST
  • জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে অন্যতম শনি।
  • কুম্ভ রাশিতে বিরাজমান শনি।
  • এই গ্রহের আশীর্বাদে সুখ-সমৃদ্ধি বাড়বে ৩ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, গ্রহদের মধ্যে অন্যতম শনি। কুম্ভ রাশিতে বিরাজমান শনি। এই গ্রহের আশীর্বাদে সুখ-সমৃদ্ধি বাড়বে ৩ রাশির জাতকদের। জেনে নিন, কোন ৩ রাশির জাতকদের ভাগ্য খুলবে...


বৃষ রাশি (Taurus): 
 শনির কৃপায় কপাল খুলবে বৃষ রাশির জাতকদের। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। চাকরিতে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য জীবন মধুর হবে। 

তুলা রাশি (Libra): 
 ভাগ্যের চাকা ঘুরবে তুলা রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্য পাবেন। আয় বাড়বে। ব্যবসায়ীরা সফল হবেন। 
পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

ধনু রাশি (Sagittarius): 
ভাগ্যোদয় হবে ধনু রাশির জাতকদের। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। সমাজে সুনাম বাড়বে। এই সময় আয় বাড়তে পারে। পড়ুয়াদের জন্য ভাল সময়। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, সূর্যের রাশি পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে মীনে রয়েছে সূর্য। আগামী ১৩ মে পর্যন্ত মীনেই থাকবে সূর্য। এর প্রভাবে ভাগ্য খুলবে  মেষ, সিংহ এবং মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, যে কোনও গ্রহের অবস্থান বদল এবং নানা চাল খুবই গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার থেকে মার্গী হচ্ছে বুধের। এর প্রভাবে ৩ রাশির জাতকদের জীবনে আসবে বিরাট পরিবর্তন। লাভবান হবেন বৃষ, কুম্ভ এবং কর্কট রাশির জাতকরা। 

Read more!
Advertisement
Advertisement