Advertisement

Chandra Mangal Yuti: দুর্গাপুজোয় তৈরি হবে শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগ, ভাগ্য চমকাবে কোন কোন রাশির?

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই শুরু হয়ে যাবে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। একইসঙ্গে সে সময়ে দেশজুড়ে পালিত হবে নবরাত্রি। এই সময়ে একটি শক্তিশালী মহালক্ষ্মী যোগ তৈরি হবে। কোন কোন রাশির উপর এই যোগের প্রভাব পড়বে?

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 11 Sep 2025,
  • अपडेटेड 12:18 PM IST
  • পুজোয় তৈরি হবে শক্তিশালী মহালক্ষ্মী যোগ
  • ভাগ্য চমকাবে একাধিক রাশির
  • মা লক্ষ্মীর কৃপা কার কার উপর?

২১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দেবীপক্ষ। ২৮ সেপ্টেম্বর দেবীর বোধন দিয়ে শুরু দুর্গোৎসব। আর সঙ্গে দেশজুড়ে ওই একই সময়ে পালিত হবে নবরাত্রি উৎসব। প্রতি বছর আশ্বিন মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তিথিতে শুরু হয় নবরাত্রি। 

পঞ্জিকা মতে, নবরাত্রি এবং শারদোৎসবের সময়ে ২৪ সেপ্টেম্বর চাঁদ তুলা রাশিতে প্রবেশ করবে। যেখানে আগে থেকেই বিরাজমান থাকবেন গ্রহদের সেনাপতি মঙ্গল। 

২৪ সেপ্টেম্বর তুলা রাশিতে চাঁদ এবং মঙ্গল গ্রহের সংযুক্তি হবে। একে তৈরি হবে শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগ। যা অত্যন্ত শুভ মনে করা হয়। 

জ্যোতিষীরা মনে করছেন, মহালক্ষ্মী রাজযোগ এমন একটি সময়ে তৈরি হতে চলেছে, যখন মা লক্ষ্মীর সঙ্গে সমস্ত রাশির উপর মা দুর্গারও আশীর্বাদ থাকবে। 

কোন কোন রাশির ভাগ্য চমকাবে?
তুলা: নবরাত্রি এবং শারদোৎসবের সময়ে মহালক্ষ্মী রাজযোগ নির্মাণের মাধ্যমে তুলা রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। বৈবাহিক জীবন সুখের হবে। স্বাস্থ্যও ভাল থাকবে। বন্ধুরা পাশে থাকবে। সঙ্গে থাকবে মা দুর্গার আশীর্বাদ এবং কৃপা। 

মকর: মকর রাশির জাতকদের 'আচ্ছে দিন'-এর শুরু। চাকরিক্ষেত্রে উন্নতি হবে। অফিসে অনেক গুরুদায়িত্ব পড়তে পারে এই রাশির জাতকদের কাঁধে। প্রমোশনও হতে পারে। 

কুম্ভ: দুর্গাপুজোর সময়ে মহালক্ষ্মী রাজযোগের নির্মাণে কুম্ভ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ভাগ্য সহায় হবে। ব্যবসায় মুনাফা লাভ হবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ পাবেন। বন্ধুদের সঙ্গ পাবেন এরা। জীবন খুশিতে ভরে উঠবে। অনেক বড় বড় সুখবর পেতে পারেন। পার্টনারের সঙ্গে সম্পর্কও মজবুত হবে। 


 

Read more!
Advertisement
Advertisement