Advertisement

Gajakeshari Rajyog 2025 Rashifal: গুনে গুনে এই ক'টা দিন, গজকেশরী যোগে টাকার সমুদ্রে ভাসবে ৩ রাশি

Gajakeshari Rajyog 2025 Rashifal: ৫ মার্চ সকাল ৮ টা ১২ মিনিটে চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করবে। ইতিমধ্যে গুরু গ্রহ বৃহস্পতি সেই রাশিতেই উপস্থিত রয়েছে। এই চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে তৈরি হবে 'গজকেশরী যোগ’। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। চাকরি থেকে ব্যবসায় তারা লাভের মুখ দেখবেন। জানেন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

গুনে গুনে এই ক'টা দিন, গজকেশরী যোগে টাকার সমুদ্রে ভাসবে ৩ রাশিগুনে গুনে এই ক'টা দিন, গজকেশরী যোগে টাকার সমুদ্রে ভাসবে ৩ রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2025,
  • अपडेटेड 4:14 PM IST

Gajakeshari Rajyog 2025 Rashifal: জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হয়, আবার কারোর জন্য অশুভও হয়। বৃহস্পতি ও চন্দ্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহরা অত্যন্ত শুভ।

৫ মার্চ সকাল ৮ টা ১২ মিনিটে চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করবে। ইতিমধ্যে গুরু গ্রহ বৃহস্পতি সেই রাশিতেই উপস্থিত রয়েছে। এই চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে তৈরি হবে 'গজকেশরী যোগ’। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। চাকরি থেকে ব্যবসায় তারা লাভের মুখ দেখবেন। জানেন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের উপর গজকেশরী যোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনাদের আর্থিকদিকে লাভ হবে। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। কেরিয়ারে যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, তা দেখে তা থেকে বেরোতে পারবেন। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক আপনার বাড়তে থাকবে। যারা ব্যবসায় বিনিয়োগ করতে চাইছেন, করতে পারেন। প্রেম জীবন ও বিবাহিত জীবন উভয় ক্ষেত্রেই আপনি ভালো ফল পাবেন। মনের মানুষের সঙ্গে দেখা হবে আপনার। বিবাহিত জীবনেও সুখী হবেন। বিবাহিতদের রোমান্টিক সময় কাটবে। কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। তবে দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন।

আরও পড়ুন

মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর এই যোগের শুভ প্রভাব পড়বে। তাদের পরিবেশ অনুকূলে থাকবে। এসময় আপনার উপর ইতিবাচক প্রভাব পড়বে। তাছাড়া আপনার যারা প্রেম জীবনে যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। কাজের জায়গায় কর্মকর্তাদের বিষয়ে সহযোগিতা পাবেন আপনি। বিবাহিতদের জীবনের জন্য সময়টি ভালো যাবে। সন্তানদের কাছ থেকে আপনি সুখ পাবেন। এসময় ভাগ্যের দ্বার খুলবে আপনার।

কর্কট রাশি
"১০০ বছর পর শিবরাত্রিতে তৈরি হচ্ছে এই দুই শুভ রাজযোগ, কেরিয়ারে উন্নতি হবে কাদের " কর্কট রাশির জাতক-জাতিকাদের ওপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ সহযোগিতা পাবেন। অবিবাহিতদের বিয়ের কথা পাকা হতে পারে। এছাড়া ভাই-বোনেদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে আপনি লাভের মুখ দেখবেন। যারা রাজনীতিতে যুক্ত তাদের নাম যশ, খ্যাতি ক্রমশ বাড়বে। চাকরিতে বেতন বাড়তে পারে আপনার। এই সময়টি ব্যবসার জন্যও ভালো। আয়, উন্নতি হওয়ার সময়। বেশি রাগ করবেন না। যারা সরকারি চাকরি করছেন, তাদের চাকরিতে পদোন্নতি নিশ্চিত।

Advertisement



 

Read more!
Advertisement
Advertisement