Advertisement

Guru Budh April Rashifal: জ্ঞান ও বুদ্ধির দেবের মিলন, এপ্রিল মাস জুড়ে সাফল্য-অর্থলাভ ৬ রাশির

বুধ এবং বৃহস্পতি পরস্পরের শত্রু নয়। যখনই দুই গ্রহ একত্রিত হয়,তখন শুভ ফল দেয়। বুধ বুদ্ধি ও বাগ্মীতার কারক। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের প্রতিনিধিত্ব করেন। বুধ ও বৃহস্পতির মিলন হবে কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ সম্পদের ঘরে।

guru budh gochar Rashifal 2023 guru budh gochar Rashifal 2023
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Mar 2023,
  • अपडेटेड 2:41 PM IST
  • বুধ ও বৃহস্পতির মিলন।
  • ৬ রাশির উন্নতি।

শনিবার ১ এপ্রিল। শুরু হচ্ছে নতুন মাস। এটা অর্থবর্ষের প্রথম মাসও। ফলে চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এপ্রিল। তার আগেই ঘটেছে বুধ ও বৃহস্পতির মিলন। যার ফল থাকবে এপ্রিল মাসেও। ১৬ মার্চ থেকে একসঙ্গে রয়েছে বুধ ও বৃহস্পতি। ২৫ মার্চ, শনিবার  বুধ ও বৃহস্পতি রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। রেবতী নক্ষত্রে বুধ এবং বৃহস্পতির মিলন খুব শুভ হতে চলেছে ৬ রাশির জাতক-জাতিকাদের জন্য। বুধ এবং বৃহস্পতি পরস্পরের শত্রু নয়। যখনই দুই গ্রহ একত্রিত হয়,তখন শুভ ফল দেয়। বুধ বুদ্ধি ও বাগ্মীতার কারক। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের প্রতিনিধিত্ব করেন। বুধ ও বৃহস্পতির মিলন হবে কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে অর্থাৎ সম্পদের ঘরে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য রেবতী নক্ষত্রে বুধ এবং বৃহস্পতির মিলন কোন রাশির জন্য কেমন হতে চলেছে।

বৃষ- বুধ ও বৃহস্পতির মিলনে এই রাশির জাতক-জাতিকারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। অর্থ উপার্জনের নতুন সুযোগ আসবে। অর্থনৈতিক লাভ হতে পারে। অর্থনৈতিক দিকের পাশাপাশি এই সময়টা সৃজনশীল কাজের জন্যও ভালো হবে। সমাজে সম্মান বাড়তে পারে। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। পারিবারিক দৃষ্টিকোণ থেকে পরিজনদের সঙ্গ পাবেন।

মিথুন- এই রাশির জাতক-জাতিকাদের জন্য বুধ এবং বৃহস্পতির মিলন শুভ হতে চলেছে। আপনি কর্মজীবনে লাভবান হবেন। আপনার অগ্রগতি হবে। সেই সঙ্গে সম্পত্তি কেনার সুযোগও তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। কাজের ক্ষেত্রে সিনিয়রদের প্রশংসা পাবেন।

আরও পড়ুন

বৃশ্চিক- বুধ এবং বৃহস্পতির মিলনের কারণে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আগ্রহ সৃষ্টিশীল কাজে বাড়বে। এই সময়ে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। বাড়বে আয়। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। কর্মজীবনে উন্নতি করবেন। সহকর্মী এবং পরিচিতদের কাছ থেকে সমর্থন পাবেন। পরিবারের সমর্থন পাবেন। বিনিয়োগের দিক থেকে এই সময়টা ভালো যাবে।

Advertisement

ধনু- বুধ ও বৃহস্পতির মিলনে ধনু রাশির জাতক-জাতিকারা ভাগ্যের সমর্থন পাবেন। নতুন সম্পত্তি কেনার জন্য এই সময়টি ভালো যাবে। চাকরি পরিবর্তনের সুযোগ পেতে পারেন। যা আপনার জন্য মঙ্গলজনক হবে। বড় সুযোগও পেতে পারেন। যা আপনার কেরিয়ারের জন্য ইতিবাচক ফল দিতে পারে। 

কুম্ভ- লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হতে পারে। আপনি যুক্তি দিয়ে নানা বিষয় অন্যদের সামনে উপস্থাপন করতে সক্ষম হবেন। আপনি আর্থিকভাবেও লাভবান হবেন। এই সময়ে ব্যবসায়ীরা সুযোগ-সুবিধা পাবেন। কাজে আসবে সাফল্য। 

মীন- বুধ এবং বৃহস্পতির মিলন মীন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল দিতে চলেছে। কর্মজীবনে কঠোর পরিশ্রম করে সাফল্য পাবেন। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাবেন। অর্থলাভ হতে পারে। অর্থনৈতিক দিক শক্তিশালী হবেন।

Read more!
Advertisement
Advertisement