Advertisement

Guru Rashi Parivartan 2025: বৃহস্পতির উল্টো চাল, কোন রাশি লাকি, কারা আনলাকি

দেবগুরু বৃহস্পতি ৫ ডিসেম্বর, আজ কর্কট থেকে মিথুন রাশিতে গোচর করতে চলেছে। গুরুর এই রাশি পরিবর্তন বক্রী অবস্থা, মানে উল্টো চালে হতে চলেছে। জ্যোতিষ মতে, স্বাভাবিক পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি এক রাশিতে মোটামুটি ১২ মাস থাকে। তবে যখন বক্রী বা অতিচারী হন, তখন তার চাল বদলে যায়। আর এমনটাই হতে চলেছে। মিথুন রাশিতে গোচর করার পর দেবগুরু ১২ রাশির জীবনে বদল আনতে পারে। এই সময় কোন কোন রাশির হবে লাভ? কাদের সতর্ক হতে হবে? জানুন।

বৃহস্পতির উল্টো চাল বৃহস্পতির উল্টো চাল
Aajtak Bangla
  • দিল্লি,
  • 05 Dec 2025,
  • अपडेटेड 2:04 PM IST
  • দেবগুরু বৃহস্পতি ৫ ডিসেম্বর, আজ কর্কট থেকে মিথুন রাশিতে গোচর করতে চলেছে
  • গুরুর এই রাশি পরিবর্তন বক্রী অবস্থা, মানে উল্টো চালে হতে চলেছে
  • স্বাভাবিক পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি এক রাশিতে মোটামুটি ১২ মাস থাকে

দেবগুরু বৃহস্পতি ৫ ডিসেম্বর, আজ কর্কট থেকে মিথুন রাশিতে গোচর করতে চলেছে। গুরুর এই রাশি পরিবর্তন বক্রী অবস্থা, মানে উল্টো চালে হতে চলেছে। জ্যোতিষ মতে, স্বাভাবিক পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি এক রাশিতে মোটামুটি ১২ মাস থাকে। তবে যখন বক্রী বা অতিচারী হন, তখন তার চাল বদলে যায়। আর এমনটাই হতে চলেছে। মিথুন রাশিতে গোচর করার পর দেবগুরু ১২ রাশির জীবনে বদল আনতে পারে। এই সময় কোন কোন রাশির হবে লাভ? কাদের সতর্ক হতে হবে? জানুন।

১. মেষ রাশি

এই সময়টা দারুণ যাবে মেষ রাশির। ধর্ম এবং কর্মের প্রতি আগ্রহ বাড়বে। শুধু তাই নয়, ব্যবসায় লাভ হবে। ধন লাভের প্রচেষ্টায় লাভ হবে।

এছাড়া এই সময় ধার্মিক ব্যক্তিদের সঙ্গে থাকুন। তাতে জীবনে শান্তি আসবে। পাশাপাশি এই সময় বন্ধুদের থেকেও সমর্থন পাবেন। তবে কোনও কাজ দ্রুত করতে যাবেন না। এছাড়া চাকরি পরিবর্তন করুন একটু সমঝে। তাহলেই খেলা ঘুরে যাবে।

২. বৃষ রাশি

বৃহস্পতির কৃপা পাবে এই রাশির জাতকেরা। আপনারা সম্পত্তিজনক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, পারিবারিক সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। এছাড়া আয়ও বৃদ্ধি পাবে। চাকরি এবং ব্যবসায় এতদিনের শ্রম কাজে আসবে। তবে অহঙ্কার থেকে দূরে থাকুন। তাতেই খেলা হবে।

৩. মিথুন রাশি

বৃহস্পতি মিথুন রাশিতেই করবে গোচর। এই পরিবর্তনের জন্য দারুণ কাটবে মিথুন রাশির। এই সময় মান এবং সম্মান বাড়বে। শুধু তাই নয়, সিনিয়ররা সহযোগিতা করবে। এছাড়া ব্যবসায় পরিশ্রম করলে লাভ পাবেন। তবে খরচায় নিয়ন্ত্রণ থাকা খুবই জরুরি।

৪. কর্কট রাশি

গুরুর কৃপা থাকবে কর্কট রাশির উপরও। এই সময় আপনার খরচা বাড়তে পারে। তবে চাকরিতে বদল করার সুযোগ আসতে পারে।

৫. সিংহ রাশি

এই সময় আপনারা পরিশ্রমের ফল পাবেন। চাকরিতে প্রোমোশন পেতে পারেন। ব্যবসায় হবে লাভ।

Advertisement

৬. কন্যা রাশি

এই সময় নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কেরিয়ারে এগিয়ে যেতে পারেবেন। আলস্য ছেড়ে কঠোর পরিশ্রম করুন।

৭. তুলা রাশি

আপনার ভাগ্য এই সময় মজবুত হবে। থেমে থাকা কাজ পূরণ হবে। আয় বৃদ্ধি হতে পারে।

৮. বৃশ্চিক রাশি

এই সময় গবেষণা, সায়েন্স, এডুকেশনে থাকা মানুষের বড় লাভ হতে পারে। বিশেষ কাজ পূরণ হবে।

৯. ধনু রাশি

ভাগ্যের সঙ্গ পাবেন আপনারা। ব্যবসায় লাভ পেতে পারেন। চাকরিতেও এগিয়ে যাবেন।

১০. মকর রাশি

কঠিন পরিশ্রম করলে ফল পাবেন নিশ্চিত। ঝগড়া এবং বিবাদের থেকে দূরে থাকুন।

১১. কুম্ভ রাশি

এই সময় বাচ্চার প্রগতি এবং পড়াশোনার উপর নজর রাখুন। তবে ব্যবসা নিয়ে ছেলেখেলা করবে না।

১২. মীন রাশি

এই সময় ধার্মিক কাজ করুন। কেরিয়ারে উন্নতি হবে। ব্যবসায় লাভ পাবেন। আয় বৃদ্ধি হবে।

Read more!
Advertisement
Advertisement