Advertisement

Guru Shukra Rashifal 2025: গুরু-শুক্রের কামাল, ৩ রাশির দুরন্ত সময় শুরু হয়েছে, ভরপুর লাভ

Guru Shukra Rashifal 2025: আর এই রাজযোগ ২১ অগাস্ট পর্যন্ত থাকবে। এর ফলেই এই সময়কালে ভাগ্যের চাকা ঘুরবে চার রাশির। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন

গুরু-শুক্রের কামাল, ৩ রাশির দুরন্ত সময় শুরু হয়েছে, ভরপুর লাভগুরু-শুক্রের কামাল, ৩ রাশির দুরন্ত সময় শুরু হয়েছে, ভরপুর লাভ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Aug 2025,
  • अपडेटेड 7:52 PM IST

Guru Shukra Rashifal 2025: বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে। গত ২৬ জুলাই শুক্রও মিথুন রাশিতে প্রবেশ করেছেন। ফলে প্রায় বহু বছর পর মিথুনে গুরু-শুক্রের মহামিলনে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে। আর এই রাজযোগ ২১ অগাস্ট পর্যন্ত থাকবে। এর ফলেই এই সময়কালে ভাগ্যের চাকা ঘুরবে চার রাশির। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-

২১ অগাস্ট পর্যন্ত মিথুনে বৃহস্পতি ও শুক্রের যুগলবন্দির ফলে গজলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে। যা মিথুন, কর্কট, এবং সিংহ রাশির জাতকদের দারুণ সময় নিয়ে আসবে। এই যোগের প্রভাবে এই রাশিগুলির জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি ও ভাগ্যের পরিবর্তন হতে পারে। ভাগ্যের নেতিবাচক প্রভাব বদলে

কোন কোন রাশির লাভ হবে?

মিথুন রাশি:
বৃহস্পতি-শুক্রের সংযোগে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে দুশ্চিন্তা দূর হবে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। শেয়ার বাজারে অর্থ লগ্নির সুযোগ হাতছাড়া করবেন না। দাম্পত্যে সুখ থাকবে৷ সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন। কোনও কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে সাফল্য পাবেন। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। এই রাশিতেই গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে, তাই মিথুন রাশির জাতকরা এই যোগের শুভ ফল পুরোপুরিভাবে পাবেন। তাদের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে এবং অবিবাহিতদের জন্য বিয়ের যোগ তৈরি হতে পারে। 

কর্কট রাশি:
২১ আগস্ট পর্যন্ত এই রাশির জন্য গজলক্ষ্মী রাজযোগের শুভ ফল থাকবে, যা আর্থিক ও মানসিক সমৃদ্ধি নিয়ে আসবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। লটারি জেতার যোগ রয়েছে। আর্থিক দিক থেকে জীবন আরও সুরক্ষিত হতে পারে। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে এবার তা শেষ করতে পারবেন। স্বাস্থ্যের উন্নতি হবে।দাম্পত্যের সমস্যা মিটবে৷ সন্তানের স্বাস্থ্য ভাল থাকবে।

Advertisement

সিংহ রাশি:
এই যোগের প্রভাবে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে, যেমন আর্থিক লাভ ও সম্মান বৃদ্ধি। বৃহস্পতি-শুক্রের প্রভাবে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। আয়ের নতুন উৎসের সন্ধানে পাওয়ায় আর্থিক পরিস্থিতি বদলে যেতে পারে। শেয়ার বাজারে অর্থ লগ্নি করলে ভবিষ্যতে লাভ পাবেন। কেরিয়ারে প্রভাবশালী কারওর সঙ্গে দেখা হতে পারে। যার সঙ্গে পরিচিতির কারণে আগামি দিনে পেশাগত জীবনে লাভবান হবেন। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। প্রেমজীবনে সুখ থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement