Advertisement

Hanuman Jayanti 2025: বজরংবলী নিরাশ করবেন না, হনুমান জয়ন্তীতে ৩ রাশির উন্নতি পাকা

Hanuman Jayanti 2025: হনুমান জয়ন্তী এই বছর ১২ এপ্রিল পালন করা হবে। এই বছর শনিবার হনুমান জয়ন্তীর পর্ব পালন করা হবে। পঞ্চাঙ্গ অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জন্মোৎসব পর্ব পালন করা হবে। এই বছর মীন রাশিতে গ্রহের মহা সংযোগ তৈরি হতে চলেছে। যার ফলে পঞ্চগ্রাহী রাজযোগের নির্মাণ হবে।

হনুমান জয়ন্তীতে ৩ রাশির পোয়া বারোহনুমান জয়ন্তীতে ৩ রাশির পোয়া বারো
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Apr 2025,
  • अपडेटेड 4:49 PM IST
  • হনুমান জয়ন্তী এই বছর ১২ এপ্রিল পালন করা হবে।

হনুমান জয়ন্তী এই বছর ১২ এপ্রিল পালন করা হবে। এই বছর শনিবার হনুমান জয়ন্তীর পর্ব পালন করা হবে। পঞ্চাঙ্গ অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জন্মোৎসব পর্ব পালন করা হবে। এই বছর মীন রাশিতে গ্রহের মহা সংযোগ তৈরি হতে চলেছে। যার ফলে পঞ্চগ্রাহী রাজযোগের নির্মাণ হবে। মীন রাশিতে বুধ, শুক্র, শনি, রাহু ও সূর্য বিরাজ করবে। এর সঙ্গে মীন রাশিতে বুধাদিত্য, শুক্রাদিত্য, লক্ষ্মী নারায়ণ ও মালব্য রাজযোগের নির্মাণ হবে। এরকম অবস্থায় বেশ কিছু জাতকদের বাম্পার লাভ হতে চলেছে। এই রাশিদের ভাগ্য চমকাবে। জেনে নিন তারা কারা। 

মিথুন রাশি
এই রাশির জাতকদের ওপর হনুমানের বিশেষ কৃপা থাকবে। এই রাশির জাতকদের সৌভাগ্য বাড়বে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। আর্থিক লাভ হবে। দীর্ঘ সময় ধরে চলা অশান্তি থেকে মুক্তি পাবেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। আত্মবিশ্বাস দ্রুত বাড়বে। ব্যবসায় ইচ্ছেমতো সফলতা পাবেন। সমাজে মান-সম্মান খুব দ্রুত বাড়বে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। আকস্মিক অর্থলাভ হতে পারে।  

কুম্ভ রাশি
এই রাশির জাতকদের জন্য হনুমান জয়ন্তী বেশ শুভ ফল এনে দেবে। কেরিয়ারের ক্ষেত্রে বেশ এই হনুমান জয়ন্তী ভাল সময় এনে দেবে। অর্থ বৃদ্ধি হবে। এরই সঙ্গে নতুন ব্যবসায় বেশ লাভ হবে। ব্যবসায় টাকা লাগানোর কথা যদি ভেবে থাকেন তাহলে এটা দারুণ সময়। বন্ধুদের পূর্ণ সহযোগিতা পাবেন। এরই সঙ্গে কোনও ভাল সুখবর পেতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। 

বৃষ রাশি
এই রাশির জাতকদের জন্য হনুমান জয়ন্তী বিশেষ হতে চলেছে। এই রাশির জাতকেদর ওপর বজরংবলীর বিশেষ কৃপা থাকবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ আরও একবার চলতে শুরু করবে। প্রত্যেক ক্ষেত্রে সফলতা বাঁধাধরা। বেকার যুবকেরা চাকরি পাবেন। আটকে থাকা অর্থ ফেরৎ পেতে পারেন। সম্পত্তি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। অর্থ সঞ্চয় করতে সফল হবেন।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement