Advertisement

Bajrang Bali Favorite Zodiac: বজরংবলীর স্নেহের পাত্র এই ৫ রাশি, বিপদে এঁদের প্রাণ দিয়ে রক্ষা করেন হনুমানজি

Bajrang Bali Favorite Zodiac: সনাতন ধর্মে মঙ্গলবার দিনটি হল বজরংবলীর উদ্দেশ্যে নিবেদিত। এই দিনে হনুমানের পুজো করলে তাঁর বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। হিন্দুধর্মাবলম্বীদের কাছে তিনি হলেন সংকটমোচন। তাঁর চরণে আশ্রয় নিলে বজরংবলী আপনাকে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করবেন।

হনুমানের প্রিয় রাশি কারা?হনুমানের প্রিয় রাশি কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2025,
  • अपडेटेड 4:46 PM IST
  • সনাতন ধর্মে মঙ্গলবার দিনটি হল বজরংবলীর উদ্দেশ্যে নিবেদিত।

সনাতন ধর্মে মঙ্গলবার দিনটি হল বজরংবলীর উদ্দেশ্যে নিবেদিত। এই দিনে হনুমানের পুজো করলে তাঁর বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। হিন্দুধর্মাবলম্বীদের কাছে তিনি হলেন সংকটমোচন। তাঁর চরণে আশ্রয় নিলে বজরংবলী আপনাকে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করবেন। জ্যোতিষ গণনা অনুসারে পাঁচ রাশির জাতকরা হলেন হনুমানজির বিশেষ প্রিয়। এঁরা প্রতি মঙ্গলবার তাঁর পুজো করলে জীবনে সব সাফল্য লাভ করবেন। জেনে নিন কোন কোন রাশির জাতকদের উপর বজরংবলীর আশীর্বাদ সব সময় থাকে।

মেষ রাশি
মেষ রাশির অধিপতি মঙ্গল। মঙ্গলের সম্পর্ক হনুমানজির সঙ্গে রয়েছে। এই রাশির জাতকেরা আর্থিক দিক থেকে মজবুত হয়। এরা হনুমানজির পুজো করলে জীবনে প্রচুর সফলতা অর্জন করে। বজরংবলীর কৃপায় কোনও বিপদ এঁদের স্পর্শ করতে পারবে না। মেষ রাশির জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। হনুমানের কৃপায় এঁরা কেরিয়ারে বড় সাফল্য লাভ করেন।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের ওপর সর্বদা হনুমানজির কৃপা থাকে। এরা খুব কম বয়সেই সফলতা অর্জন করে। এদের কাছে কখনও অর্থের কমতি হয় না। সিংহ রাশির জাতকেরা ধার্মিক কাজে যোদ দিতে ভালোবাসে। এদের স্বভাব দয়ালু প্রকৃতির হয়। এরা সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকে। এরা হনুমানজির ভক্ত হয়। বজরংবলীর কৃপায় এদের সব আটকে থাকা কাজ পূরণ হয়। সিংহ রাশির জাতকেরা বুদ্ধিমান হন। নিজের বুদ্ধিমত্তা ও পরিশ্রমের মাধ্যমে এরা অর্থলাভ করে। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতি স্বামী মঙ্গল আর সেই কারণে এই রাশির জাতকদের খুব পছন্দ করে হনুমানজি। এদের ওপর বজরংবলীর বিশেষ কৃপা থাকে। এদের জীবনে অর্থ ও সুখের অভাব হয় না। হনুমানজির কৃপায় এদের জীবন সুখ-স্বাচ্ছন্দ্যে ভরা। এরা ব্যবসায় খুব সুনাম অর্জন করে। হনুমানজির কৃপায় এদের একাধির উৎস থেকে অর্থ আসে। 

মকর রাশি
মকর রাশির জাতকদের ওপর হনুমানজির বিশেষ কৃপা থাকে। কারণ মকর রাশি মঙ্গল গ্রহের উচ্চরাশি। যদি মকর রাশি কোনও সমস্যায় পড়ে তাহলে হনুমানজির স্পরণে আসলে তা সমাধান হয়ে যায়। হনুমানজির কৃপায় কেরিয়ারে ভাল সুযোগ আসে। জীবনকে আরও সুন্দর করার জন্য কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে হনুমানজিকে স্পরণ করুন। কোনও বিপদে পড়লে বজরংবলি আপনার রক্ষক হয়ে সব সমস্যা দূর করবে। 

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির অধিপতি শনিদেব। এই রাশির জাতকেরা হনুমানজির সঙ্গে সঙ্গে শনিদেবের কৃপাও পেয়ে থাকেন। এদের সুখ-সমৃদ্ধি সর্বদা বজায় থাকে। কুম্ভ রাশির স্বামী শনিদেব, এরা হনুমানজির ভক্ত হয়, এদের শনিদেব কখনও বিরক্ত করে না। কুম্ভ রাশির জাতকেরা খুব কম বয়সেই উন্নতি করে। এদের হনুমানজি সব বিপদ থেকে রক্ষা করে।    
  

Read more!
Advertisement
Advertisement