Advertisement

Hanuman Ji Favorite Zodiac: হনুমানজির খুব প্রিয় এই ৫ রাশি, এঁদের ক্যারিশ্মায় অন্যরা পিছনে

Hanuman Ji Favorite Zodiac: সনাতন ধর্মে মঙ্গলবার দিনটি হল বজরংবলীর উদ্দেশ্যে নিবেদিত। এই দিনে হনুমানের পুজো করলে তাঁর বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। হিন্দুধর্মাবলম্বীদের কাছে তিনি হলেন সংকটমোচন।

হনুমানজির প্রিয় রাশি কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2024,
  • अपडेटेड 7:06 PM IST
  • সনাতন ধর্মে মঙ্গলবার দিনটি হল বজরংবলীর উদ্দেশ্যে নিবেদিত।

সনাতন ধর্মে মঙ্গলবার দিনটি হল বজরংবলীর উদ্দেশ্যে নিবেদিত। এই দিনে হনুমানের পুজো করলে তাঁর বিশেষ আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। হিন্দুধর্মাবলম্বীদের কাছে তিনি হলেন সংকটমোচন। তাঁর চরণে আশ্রয় নিলে বজরংবলী আপনাকে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা করবেন। জ্যোতিষ গণনা অনুসারে পাঁচ রাশির জাতকরা হলেন হনুমানজির বিশেষ প্রিয়। এঁদের ওপর সবসময় হনুমানজির কৃপা থাকে। 

মেষ রাশি
মেষ রাশির জাতকরা বজরংবলীর প্রিয় হন। প্রতি মঙ্গলবার এঁদের হনুমানের আরাধনা অবশ্যই করা উচিত। মঙ্গলবারে হনুমানের পুজো করলে এঁরা প্রচুর সুখ সাফল্য লাভ করবেন। বজরংবলীর কৃপায় কোনও বিপদ এঁদের স্পর্শ করতে পারবে না। মেষ রাশির জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। হনুমানের কৃপায় এঁরা কেরিয়ারে বড় সাফল্য লাভ করেন।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য। আর সূর্যকে নিজের গুরু মানেন বজরংবলী। সেই কারণে সিংহ রাশির জাতকদের উপর এঁদের বিশেষ আশীর্বাদ থাকে সব সময়। সিংহের জাতকদের প্রচুর এনার্জি থাকে। তবে অনেক সময় এঁরা নিজেদের এনার্জিকে ভুল পথে চালিত করে ফেলেন। প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করলে সিংহ রাশির জাতকরা নিজেদের এনার্জিকে সঠিক পথে চালনা করে জীবনে উন্নতি করতে পারবেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। এঁরা যথেষ্ট বুদ্ধিমান ও পরিশ্রমী হলেও মাঝে মাঝে এঁদের আচরণ আপত্তিজনক হয়ে ওঠে। তাই বৃশ্চিক রাশির জাতকদের প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃশ্চিক রাশির প্রতি এমনিতেই কৃপা থাকে হনুমানজির। তার উপর প্রতি মঙ্গলবার হনুমানের পুজো করলে এঁদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে।

মকর রাশি
মকর রাশির জাতকরা হলেন হনুমানজির বিশেষ প্রিয়। মকর রাশির অধিপতি গ্রহ হল শনি আর শনি হলেন বজরংবলীর বিশেষ ভক্ত। সেই কারণে মকর রাশির জাতকদের উপর সংকটমোচন হনুমানের আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। প্রতি মঙ্গলবার আপনি উপবাস রেখে হনুমানজির পুজো করুন। দেখবেন, অল্প কিছুদিনের মধ্যেই জীবনে বড় উন্নতির স্বাদ পাবেন।

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশিরও অধিপতি গ্রহ হল শনি। সেই কারণ বজরংবলীর প্রিয় রাশির তালিকায় কুম্ভ রাশির জাতকরাও রয়েছেন। বজরংবলীর আশীর্বাদ জীবনে পূর্ণমাত্রায় লাভ করতে আপনাকে প্রতি মঙ্গলবার উপবাস রেখে হনুমানের পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে সব কাজেই সাফল্য লাভ করবেন। জীবনের সব সমস্যা থেকে আপনাকে আগলে রাখবেন স্বয়ং বজরংবলী।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement