Horoscope 2nd January 2022: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)।
মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
বাতজবেতনা। পারিবারিক জীবনের জন্য সময়টা ভাল নয়। আর্থিক উন্নতি। মানসিক তৃপ্তি। বিশেষ কাজগুলি আপাতত স্থগিত রাখুন।
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
প্রশংসনীয় কার্য। প্রণয়াসক্তি। প্রতিযোগিতায় সাফল্য। সৌভাগ্য বৃদ্ধি। নতুন চাকরীর সুযোগ। পারে। বিতর্ক থেকে দূরে থাকুন।
মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)
অসুস্থতা। কঠোর পরিশ্রমের ফল পাবেন। বিমান যাত্রায় বিপদ। মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্তদের প্রত্যাশা পূরণ।
কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
দাম্পত্য ভাঙ্গন। চৌর্যভয়। অশান্ত ও অস্থির হয়ে উঠবেন। পৈতৃকসূত্রে লাভ। জীবনে নতুন কোনও বন্ধু আসতে পারে।
সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
স্বাস্থ্যের অবনতি। মানসিক পীড়া। প্রতিবেশী কলহ। আয়ের পথ প্রশস্থ। মানহানি। অর্থাগমে বিলম্ব। আপনার প্রত্যাশা অনুযায়ী কাজের সুযোগ।
কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
দান ধ্যান। কর্ম পরিবর্তন। সফল প্রচেষ্টা। মনোরথ সিদ্ধি।অগ্নিভয়। বিদ্যার্থীদের পড়াশোনায় ঝামেলা দেখা দেবে।
তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)
সদানন্দ। ক্রোধান্বিত বোধ করবেন। কর্মে সাফল্য। পতনাশঙ্কা। অস্থিভঙ্গ। বিজ্ঞানীদের সাফল্য। জনসেবায় নিযুক্ত।
বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
ঋণ মুক্তি। মাতৃস্নেহ লাভ। প্রশংসা লাভ। কর্মে অনীহা। চিকিৎসা বিভ্রাট। অর্থ বিনিয়োগে ক্ষতি। রোগ ব্যাধি হতে পারে।
ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
অবৈধ প্রণয়। প্রেমের জীবন ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি। অপমানিত। উদ্বেগ বৃদ্ধি। আর্থিক ক্ষতি।
মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)
বিষণ্ণতা। মনোমালিন্য। মাথায় যন্ত্রণাভোগ। জনহিতকর কার্য। চিকিৎসায় বহু ব্যয়। ক্ষমতা বৃদ্ধি। ভোগ বিলাসে ব্যয়।
কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
আর্থিক লাভ। প্রকল্প শুরু হতে দেরি হতে পারে। অস্ত্রোপচারে সাফল্য। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। গাড়ি চালানোর সময় সাবধান হওয়া দরকার।
মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20)
বিরোচিত কার্য। আশার সঞ্চার। প্রশিক্ষণের সুযোগ। উদাসীনতা। কলানুরাগ। দ্বিমুখী আয়। ক্ষতি হওয়ার সম্ভবনা।