Advertisement

June Rashifal Budh Gochar: জুনে বুধের আশীর্বাদ! এই ৪ রাশির ভাগ্যে আসছে সুখ-সম্পদ, খুলবে উন্নতির দরজা

June Rashifal Budh Gochar: জুন মাসে যেসব রাশির উপর বুধের কৃপা পড়বে, তাদের জীবনে আসতে চলেছে নতুন সম্ভাবনা, উন্নতির সুযোগ এবং আর্থিক সাফল্য। দেখে নেওয়া যাক কোন কোন রাশি পাবে এই সুফল।

জুনে বুধের আশীর্বাদ! এই ৪ রাশির ভাগ্যে আসছে সুখ-সম্পদ, খুলবে উন্নতির দরজাজুনে বুধের আশীর্বাদ! এই ৪ রাশির ভাগ্যে আসছে সুখ-সম্পদ, খুলবে উন্নতির দরজা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 May 2025,
  • अपडेटेड 6:02 PM IST

June Rashifal Budh Gochar: জ্যোতিষ বলছে জুন মাসের শুরু থেকেই বুধ গ্রহ তার গতিপথ বদলে শুভ প্রভাব ফেলবে চারটি রাশির উপর। বুধ গ্রহকে বুদ্ধি, যোগাযোগ, বাণিজ্য ও শিক্ষা ক্ষেত্রের গ্রহ হিসেবে ধরা হয়। তাই এই মাসে যেসব রাশির উপর বুধের কৃপা পড়বে, তাদের জীবনে আসতে চলেছে নতুন সম্ভাবনা, উন্নতির সুযোগ এবং আর্থিক সাফল্য। দেখে নেওয়া যাক কোন কোন রাশি পাবে এই সুফল।

১. মিথুন রাশি: (Gemini)
এই রাশির জাতকদের জন্য জুন মাস হবে অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে মিলবে প্রমোশন, নতুন যোগাযোগ তৈরি হবে। যারা লেখালেখি, মিডিয়া বা আইটি পেশায় আছেন, তাদের জন্য সময় এক কথায় সোনার সুযোগ।

২. কন্যা রাশি: (Virgo)
বুধ এই রাশির অধিপতি। ফলে জুন মাসে মানসিক স্বস্তি, আর্থিক স্থিতি ও পারিবারিক শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীদের লাভবান হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন

৩. তুলা রাশি: (Libra)
এই সময় নতুন সম্পর্ক, প্রেম বা বিবাহের সম্ভাবনা প্রবল। পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও সময় শুভ। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে।

৪. মকর রাশি: (Capricorn)
আর্থিক দিক থেকে এই মাস হবে চমকপ্রদ। পুরোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ হতে পারে। ব্যাংকিং ও প্রশাসনিক ক্ষেত্রের জাতকরা উন্নতি পাবেন। তবে বাকি রাশিদের জন্য এটি সতর্কতার সময়। সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

 

Read more!
Advertisement
Advertisement