Advertisement

Brihaspati Effect 2026: অতিচারি বৃহস্পতির নজরে ৩ রাশি, ২০২৬-এর মার্চের পর ভাগ্য বদলাবে এঁদের

দেবতাদের গুরু বৃহস্পতিকে জ্ঞান, সমৃদ্ধি, ভাগ্য ও প্রতিপত্তির কারক বলে মানা হয়ে থাকে। এই গ্রহ এক রাশিতে প্রা এক বছর পর্যন্ত থাকে। তবে এইবার বৃহস্পতির অতিচারি স্বভাব কিছু আলাদা পরিণাম নিয়ে আসবে। অতিচারি গতির কারণে মাঝে মধ্যেই বৃহস্পতি অন্য রাশিতেও প্রবেশ করবে। এরকম ভাবে ১১ নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী হয়েছে আর এরপর ৫ ডিসেম্বর আবারও বক্রী হয়ে মিথুন রাশিতে ফিরে আসবে।

২০২৬-এর লাকি রাশি কারা?২০২৬-এর লাকি রাশি কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Nov 2025,
  • अपडेटेड 3:36 PM IST
  • দেবতাদের গুরু বৃহস্পতিকে জ্ঞান, সমৃদ্ধি, ভাগ্য ও প্রতিপত্তির কারক বলে মানা হয়ে থাকে।

দেবতাদের গুরু বৃহস্পতিকে জ্ঞান, সমৃদ্ধি, ভাগ্য ও প্রতিপত্তির কারক বলে মানা হয়ে থাকে। এই গ্রহ এক রাশিতে প্রা এক বছর পর্যন্ত থাকে। তবে এইবার বৃহস্পতির অতিচারি স্বভাব কিছু আলাদা পরিণাম নিয়ে আসবে। অতিচারি গতির কারণে মাঝে মধ্যেই বৃহস্পতি অন্য রাশিতেও প্রবেশ করবে। এরকম ভাবে ১১ নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী হয়েছে আর এরপর ৫ ডিসেম্বর আবারও বক্রী হয়ে মিথুন রাশিতে ফিরে আসবে। আবার ২০২৬-এর ১১ মার্চ গুরু মার্গী হবে, যা অনেক রাশির জন্য সৌভাগ্য বহন করে আনবে। জ্যোতিষ মতে, বক্রী বৃহস্পতি এক রাশির পিছনেও ফলাফল দেয়। তাই এই সময়ে, কিছু ব্যক্তি হঠাৎ করে ভাগ্যের সঙ্গ পাবেন, অসমাপ্ত কাজ শেষ হবে এবং আটকে থাকা ফের শুরু হবে। 

মেষ রাশি
গুরুর বক্রী ও মার্গী অবস্থান এই রাশির জীবনে হঠাৎ করে গতি আনবে। সব কাজ খুব দ্রুত সম্পন্ন হবে ও কেরিয়ারে নতুন সুযোগ আসবে। অর্থলাভের যোগ তৈরি হবে, মার্চ ২০২৬-এর পর সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। চাকরি ও কেরিয়ারে নতুন দিশা পাবেন। অর্থলাভের যোগ তৈরি হবে। পড়াশোনা, প্রতিযোগী পরীক্ষা ও বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রগতি আসবে। কিছু সময়ের জন্য পারিবারিক দায়িত্ব বাড়বে। তবে পরিণাম ইতিবাচক হবে। খরচের ওপর নিয়ন্ত্রণ রাখুন ও আবশ্যিক সিদ্ধান্ত নিন। 

মিথুন রাশি
গুরু এই রাশিতেই বক্রী তাই মিশ্র ফল দেবে। এই সময় এই রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ গুরুর অতিচারি আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলবে। আত্মবিশ্বাস বাড়বে, তবে ব্ভ্রান্তও হতে পারেন। বক্রী গুরু পুরনো কাজের পুর্নবিচার করবে। যা আপনার জন্য সুবিধাজনক হবে। অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলবে, তবে আয়-ব্যয় ভেবেচিন্তে করুন। সম্পর্কে স্পষ্টতা আনার দরকার আছে। ২০২৬-এর মার্চের পর পরিস্থিতি আপনার পক্ষে আসবে। পদোন্নতির বড় সুযোগ আসবে। জরুরি সই-সাবুদ ও আর্থিক সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। 

Advertisement

বৃশ্চিক রাশি
বক্রী গুরুর সরাসরি প্রভাব আপনার ভাগ্য, সফল ও শেখার সুযোগের ওপর পড়বে। ভাগ্য প্রবল হবে, পুরনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। বিদেশ সফর, উচ্চ শিক্ষা, নতুন কৌশল শেখার সুযোগ পাবেন। চাকরি বদল বা কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ২০২৬-এর মার্চের পর করলে ভাল। পারিবারিক জীবনে ভারসাম্য আসবে। স্বাস্থ্য ভাল যাবে। মানসিক শান্তি বাড়বে। কোনও বড় অংশীদারিত্বে বা আইনি মামলার সিদ্ধান্ত সাবধানে নিন।   

Read more!
Advertisement
Advertisement