Advertisement

Maa Kali Favorite Zodiac: শত্রুরা টিকতে পারবে না, মা কালীর প্রিয় ৫ রাশির কোটিপতি হওয়া পাকা

Maa Kali Favorite Zodiac: সোমবার কালীপুজো। এদিন দীপান্বিতা অমাবস্যায় পূজিত হবেন শ্যামা মা। হিন্দু বাঙালিরা সাধারণ ভাবে মা কালীর ভক্ত হন। এই কারণে কলকাতাকে কালীতীর্থ বলা হয়। রামকৃষ্ণ পরমহংসদেব থেকে সাধক রামপ্রসাদ, কালী মায়ের গুণকীর্তন করে গিয়েছেন অনেকেই। তাঁকে এই জগত্‍ সংসারের আদিশক্তি বলে মনে করা হয়।

মা কালীর প্রিয় রাশিমা কালীর প্রিয় রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2025,
  • अपडेटेड 1:20 PM IST
  • সোমবার কালীপুজো। এদিন দীপান্বিতা অমাবস্যায় পূজিত হবেন শ্যামা মা।

সোমবার কালীপুজো। এদিন দীপান্বিতা অমাবস্যায় পূজিত হবেন শ্যামা মা। হিন্দু বাঙালিরা সাধারণ ভাবে মা কালীর ভক্ত হন। এই কারণে কলকাতাকে কালীতীর্থ বলা হয়। রামকৃষ্ণ পরমহংসদেব থেকে সাধক রামপ্রসাদ, কালী মায়ের গুণকীর্তন করে গিয়েছেন অনেকেই। তাঁকে এই জগত্‍ সংসারের আদিশক্তি বলে মনে করা হয়। মা কালী ঘোর কৃষ্ণবর্ণ, তিনি নগ্নিকা, মুণ্ডমালিনী, এলো চুল এবং তাঁর লোল জিহ্বা। দেবীর এই ভয়ংকর রূপ দেখে ভয় পেয়ে যায় অনেকেই। মা কালীর রুষ্ট হলে তিনি সব ছারখার করে দিতে পারেন বলে মনে করা হয়। কিন্তু এই ভীতিপ্রদ রূপের মধ্যেই তিনি অপার করুণার আধার। তাঁর এই উগ্র রূপ আসলে অশুভ শক্তিকে বিনাশ করার জন্য। ভক্তের ডাকে সব সময় সাড়া দেন মা কালী। তাঁকে আকুল হয়ে ডাকলে তাঁর কৃপা জীবনে নিশ্চয় লাভ করা যায়। জ্যোতিষ গণনা অনুসারে কোনও কোনও রাশির জাতকরা তাঁর বিশেষ প্রিয়।

মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের ওপর মা কালীর বিশেষ কৃপা থাকে। মায়ের আশীর্বাদে জীবনের সিঁড়ি বেয়ে তরতরিয়ে এগিয়ে যাবেন আপনি। জীবনের যাবতীয় দুঃখ কষ্ট ও অপ্রাপ্তি ঘুচে যাবে এই সময়ের মধ্যে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে। অর্থাভাব থাকবে না, চাকরিতেও প্রোমোশন হতে পারে।

সিংহ রাশি
২০৩৫ সাল পর্যন্ত মা কালীর আশীর্বাদ পেয়ে জীবন ধন্য হবে সিংহ রাশির জাতকদের। অর্থ উপার্জনের নতুন পথ আপনার সামনে খুলে যাবে। আত্মীয় বা বন্ধুর সাহায্যে আচমকা বেশ কিছু অর্থ লাভ হতে পারে। ব্যবসায় লাভ বাড়বে, নতুন চাকরিও পেতে পারেন। জীবনে যে সমস্যাই আসুক না কেন, মা কালীর কৃপায় তার থেকে বেরিয়ে আসতে পারবেন।

কন্যা রাশি
আগামী ১০ বছর মা কালীর আশীর্বাদ বজায় থাকবে কন্যা রাশির জাতকদের উপর। এই সময়ের মধ্যে আপনার যাবতীয় অসম্পূর্ণ কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন হবে। আগামী ১০ বছর কোনও আর্থিক কষ্টের মুখে পড়তে হবে না কন্যা রাশির জাতকদের। অর্থাগম বাড়বে এবং চাকরিতে উন্নতি করবেন। বিয়ের সানাই বাজতে পারে।

Advertisement

মকর রাশি
মা কালীর অত্যন্ত প্রিয় মকর রাশির জাতকরা। আগামী ১০ বছর কালী মায়ের আশীর্বাদ পাবেন। এই সময়ের মধ্যে আপনি যে কাজেই হাত দেবেন,তাতেই সাফল্য লাভ করবেন। দেবীর কৃপায় পরীক্ষাতেও ভালো ফল করবে ছাত্রছাত্রীরা। আর্থিক সমস্যা স্পর্শ করতে পারবে না। প্রেমের ক্ষেত্রেও মায়ের আশীর্বাদে দুঃখ পেতে হবে না।

কুম্ভ রাশি
আগামী ১০ বছর অর্থাত্‍ ২০৩৫ সাল পর্যন্ত মা কালীর আশীর্বাদে সাফল্য ও উন্নতির শীর্ষে থাকবেন কুম্ভ রাশির জাতকরা। এঁদের উপর সব সময়ই দেবীর আশীর্বাদ থাকে। তাই খারাপ সময় আসলেও তা কেটে যাবে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে। নতুন কাজের প্রতি আগ্রহী হবেন। অফিসে বস আপনার কাজের প্রশংসা করবেন।

Read more!
Advertisement
Advertisement