
রাহু ও কেতু হলো ছায়া গ্রহ। এই দুই গ্রহ বৈদিক জ্যোতিষ অনুসারে অশুভ। তবে রাহু এবং কেতুর প্রভাব যে সর্বদা খারাপই হবে এমনটা নয়। ২০২৬ সালে কোন কোন রাশির জাতকদের উপর পড়বে এই কেতুর প্রভাব? কেমন যাবে তাঁদের নববর্ষ?
২০২৬ সালে কেতু মঘা নক্ষত্রে বিচরণ করবে। ২৯ মার্চ কেতু মঘা নক্ষত্রে যাবে এবং তারপর ২৫ নভেম্বর মঘা ছেড়ে অশ্লেষায় যাবে কেতু। এরপর ৫ ডিসেম্বর কেতু সিংহ রাশি ছেড়ে কর্কট রাশিতে যাবে। কেতুকে যেহেতু চোখে দেখা যায় না তাই এটি হল ছায়া গ্রহ। এর ছায়া এবার কোন কোন রাশির জাতকদের জীবনে প্রভাব ফেলবে?
সমুদ্রমন্থনের পর এক অসুর চুরি করে দেবতাদের দলে ঢুকে অমৃত খেয়ে নেন। বিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে ওই অসুরের মাথা থেকে ধড় আলাদা করে দেন। ধড় আর মাথা আলাদা হয়ে গেলেও অমৃতের কারণে তাঁর মৃত্যু হয় না। অসুরের কাটা মুণ্ড পরিচিত রাহু নামে এবং ধড় পরিচিত হয় কেতু নামে। পুরাণ অনুসারে, কেতুর দুটি হাত। মাথায় মুকুট ও পরনে কালো পোশাক। এক হাতে গদা ও অন্য হাতে বরমুদ্রা। কেতুর মহাদশা সাত বছর ধরে চলে। কেতু জন্মছকে অশুভ স্থানে থাকলে জাতক বারবার অসুস্থ হয়ে পড়েন।
আগামী বছর কেতুর প্রভাব সবচেয়ে বেশি থাকবে ৩ রাশিতে।
মেষ: কেতুর প্রভাবে এই রাশির জাতকরা ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন। মানসিক ভাবেও অশান্তিতে ভুগতে হতে পারে। প্রেমের সম্পর্কে মনোমালিন্য হতে পারে। তবু চেষ্টা করবেন ঝামেলা এড়িয়ে যাওয়ার। তবে উপার্জন মোটের উপর ভালই হবে এদের। আয় নিয়ে তেমন কোনও সমস্যায় পড়তে হবে না।
বৃষ: ২০২৬-এ কেতুর প্রভাব বৃষ রাশির জাতকদের উপরেও পড়বে। যে হিসেব করে এগোবেন বলে ঠিক করেছেন, সেই হিসেব নষ্ট হয়ে যেতে পারে। ঝুঁকি আছে এমন কোথাও বিনিয়োগ করবেন না। প্রেম জীবনে ঝামেলার মুখে পড়তে পারেন।
কন্যা: কন্যা রাশির উপরেও আগামী বছর কেতুর প্রভাব থাকবে। অতীত জীবনের সমস্যা আবার এসে বিপাকে ফেলতে পারে। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় ক্ষতির আশঙ্কা আছে। কোথাও বিনিয়োগ করার আগে সবদিক ভালো করে দেখে নেওয়া উচিত।