Advertisement

Ketu Gochar Horoscope: ৩ রাশির গোল্ডেন টাইম আসছে, কেতুর গোচরে বিশাল উন্নতি

জ্যোতিষ মতে, সিংহ রাশিতে প্রবেশ করেছে কেতু। যার প্রভাবে লাভবান হবেন ৩ রাশির জাতকরা। চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। জেনে নিন বিশদে...

কেতুর কৃপায় কপাল খুলবে ৩ রাশির।কেতুর কৃপায় কপাল খুলবে ৩ রাশির।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Feb 2025,
  • अपडेटेड 7:16 AM IST
  • জ্যোতিষ মতে, সিংহ রাশিতে প্রবেশ করেছে কেতু।
  • যার প্রভাবে লাভবান হবেন ৩ রাশির জাতকরা।
  • চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে।

জ্যোতিষ মতে, সিংহ রাশিতে প্রবেশ করেছে কেতু। যার প্রভাবে লাভবান হবেন ৩ রাশির জাতকরা। চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। জেনে নিন বিশদে...

মেষ রাশি (Aries):

ভাগ্যোদয় হবে কেতু রাশির জাতকদের জন্য। কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় সাফল্য আসবে। পরিশ্রমের সুফল পাবেন। 

কন্যা রাশি (Virgo): 

লাভবান হবেন কন্যা রাশির জাতকরা। চাকরিতে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায়ীরা সাফল্য পাবেন। দীর্ঘদিনের কোনও আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। 

তুলা রাশি (Libra): 

ভাগ্য বদলাবে তুলা রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্য আসবে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 


অন্য দিকে, আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে বুধ। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ২৩ মার্চ ভোরে মীন রাশিতে উদিত হবে শুক্র। শুক্রের উদয়ে কপাল খুলবে মকর, কুম্ভ ও ধনু রাশির জাতকদের।


 

Read more!
Advertisement
Advertisement