
কপালে শনি নাচলে কত কী-ই না কাণ্ড ঘটে। ভাগ্যের খেলায় অনেক বিড়ম্বনার মধ্যেই পড়তে হয় তখন। আর শনির সাড়ে সাতি দশা চললে তো বিপর্যয় নামে জীবনে। জ্যোতিষ শাস্ত্র মতে, কারও যদি শনির সাড়ে সাতি দশা চলে, তা হলে তাঁর জীবনে অন্ধকার নেমে আসে। সাড়ে সাতি দশায় শনির শাস্তির মুখে পড়তে পারেন জাতকেরা। সে কারণেই শনির এই দশাকে ভয় পান সকলে। জানেন, জীবনে কত বার শনির সাড়ে সাতি দশা আসে?
জ্যোতিষ মতে, শনি গ্রহের অবস্থানের উপর নির্ভর করে কখন কোন রাশিতে শনির সাড়ে সাতি দশা চলবে। যে রাশিতে শনির প্রবেশ ঘটে, সেই সময় সেই রাশিতে শুরু হয় এই দশা। এর আগের এবং পরের রাশিও শনির এই দশার মধ্যে পড়ে। মূলত, শনির এই দশা এক বার যদি শুরু হয়, তা হলে তা ৭ বছর পর্যন্ত চলতে পারে।
সাড়ে সাতি দশায় কী হয়?
শনির সাড়ে সাতি দশায় জাতক তাঁর কর্মফলের শাস্তি পান। এই দশা চললে জাতকেরা আর্থিক কষ্ট, মানসিক সমস্যা এবং নানা শারীরিক সমস্যায় ভুগতে পারেন। কোনও আঘাতও পেতে পারেন।
জ্যোতিষ মতে, রাশিচক্রের মোট ১২টি রাশিকে এক বার করে অতিক্রম করতে শনির ৩০ বছর সময় লাগে। এক একটি রাশিতে আড়াই বছর ধরে অবস্থান করে শনি। অকালে মৃত্যু হয়নি এমন জাতকদের জীবনে শনির সাড়ে সাতি দশা অন্তত তিন বার করে আসে। প্রতি ৩০ বছর অন্তর জাতকদের শনির সাড়ে সাতি দশার মধ্যে পড়তে হয়।
তিনটি পর্যায়ে চলে এই দশা। প্রতিটি পর্যায় আড়াই বছর ধরে চলে। তিন পর্যায়ে জাতকদের জীবনে নানা বিপর্যয়ের মধ্যে পড়তে হয়। প্রথম পর্যায়ে আর্থিক কষ্টের সমস্যায় পড়তে হয় জাতকদের। দ্বিতীয় পর্যায়ে কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন জাতকেরা। তৃতীয় পর্যায়ে অসুখ হতে পারে জাতকদের।