Advertisement

Kuber laxmi Kripa Rashi Money: এই কাজগুলি করুন, সব রাশি মেলে কুবেরের কৃপা মিলবে, খুলবে ধনের ঝাঁপি

Kuber Rashi Money: ২০২৫ সালের শুরুতেই ভাগ্য ফিরতে পারে কুবেরের কৃপায়। রাশিমতো নির্দিষ্ট পূজা আর দান করলেই মিলবে অঢেল ধন। দেখে নিন কোন রাশির জন্য কী করণীয় কুবেরকে প্রসন্ন করতে। আরও রাশিফল বা বিশেষ গ্রহ-যোগের সংবাদ চাইলে জানাতে পারেন!

এই কাজগুলি করুন, সব রাশি মেলে কুবেরের কৃপা মিলবে, খুলবে ধনের ঝাঁপিএই কাজগুলি করুন, সব রাশি মেলে কুবেরের কৃপা মিলবে, খুলবে ধনের ঝাঁপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2025,
  • अपडेटेड 12:07 AM IST

Kuber Rashi Money: জ্যোতিষ মতে কুবের হলেন ধন, ঐশ্বর্য ও সম্পদের দেবতা। যার ওপর কুবের কৃপা করেন, তার জীবনে চিরকাল অর্থের অভাব থাকে না। তবে কুবেরের কৃপা পেতে হলে রাশি অনুযায়ী কিছু নির্দিষ্ট কাজ বা পূজার ব্যবস্থা করতে হয়। চলুন জেনে নিই রাশিমতো কী করলে কুবেরের আশীর্বাদ পাওয়া সম্ভব।

মেষ (Aries): প্রতি মঙ্গলবার লাল কাপড়ে পাঁচটি গোলাপি মিষ্টি বেঁধে কুবের মূর্তির সামনে অর্পণ করুন। রক্তচন্দনের ধূপ জ্বালান।

বৃষ (Taurus): শুক্রবার কুবেরের সঙ্গে মা লক্ষ্মীর পূজা করুন। সাদা বা সবুজ কাপড়ে ৫টি মৌরি ও ৫টি কাঁচা এলাচ বেঁধে মানিব্যাগে রাখুন।

আরও পড়ুন

মিথুন (Gemini): বুধবার কুবেরের নাম জপ করুন – “ওম যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধনধন্যাদিপতয়ে ধনধন্যসমৃদ্ধিং মেহি মেহি স্বাহা”।

কর্কট (Cancer): প্রতি পূর্ণিমায় দুধ ও চাল কুবেরের নামে দান করুন। জলভর্তি পাত্রে একটি রূপার কয়েন রেখে পূজা করুন।

সিংহ (Leo): রোজ সূর্যদেবকে জল দিয়ে কুবেরের ২১ বার মন্ত্র জপ করুন। ধন বাড়বে হঠাৎ করে।

কন্যা (Virgo): প্রতি শনিবার ১টি কালো কাপড়ে কয়লা ও তিল বেঁধে কুবেরের উদ্দেশ্যে নদীতে ভাসিয়ে দিন।

তুলা (Libra): শুক্রবার মা লক্ষ্মীর সঙ্গে কুবেরের পূজা করুন। পাঁচটি গাঢ় রঙের পুঁটি দিয়ে রেশমের সুতা গেঁথে মানিব্যাগে রাখুন।

বৃশ্চিক (Scorpio): কুবের মূর্তিতে লাল ফুল ও ঘি দিয়ে প্রদীপ জ্বালান। ঋণমুক্তির সম্ভাবনা বাড়বে।

ধনু (Sagittarius): প্রতি বৃহস্পতিবার ৭টি কিশমিশ ও ১টি হলুদ সুতা কুবেরের সামনে রেখে পূজা করুন।

মকর (Capricorn): কুবেরের মূর্তিকে চিনি ও চাল অর্পণ করুন। দান করলে কুবের দ্রুত সন্তুষ্ট হন।

কুম্ভ (Aquarius): প্রতি শনিবার কালো কাপড়ে কাঠকয়লা ও ১ টাকা বেঁধে দান করুন।

মীন (Pisces): জলে ভাসমান প্রদীপ জ্বালিয়ে ‘কুবের মহালক্ষ্মী'র পূজা করুন। মৎস্যদের ভাগ্য ফিরবে।


 

Read more!
Advertisement
Advertisement