Advertisement

Lakshmi Narayan Rajyog 2025: লক্ষ্মী নারায়ণ রাজযোগে বছরের শেষে ভাগ্যবদল, এই ৩ রাশির ঘরে হবে টাকার বৃষ্টি

Lakshmi Narayan Rajyog 2025: এই রাজযোগের প্রভাবে বছরের শেষ লগ্নে তিন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন। কেরিয়ারে উন্নতি, ব্যবসায় লাভ, বিনিয়োগ থেকে মুনাফা এবং পড়ুয়াদের পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা জোরালো। অনেকেরই আর্থিক স্থিতি মজবুত হবে, আটকে থাকা কাজ এগোবে এবং নতুন সুযোগের দরজা খুলে যাবে।

laxmi narayan yoglaxmi narayan yog
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Dec 2025,
  • अपडेटेड 8:02 PM IST

Lakshmi Narayan Rajyog 2025: আগামী ২০ ডিসেম্বর, শনিবার শুক্র প্রবেশ করবে ধনু রাশিতে। এর পর ২৯ ডিসেম্বর ধনু রাশিতেই গমন করবে বুধ। এই দুই গ্রহের মিলনেই ২৯ ডিসেম্বর থেকে কার্যকর হবে লক্ষ্মী নারায়ণ রাজযোগ। জ্যোতিষ মতে, এই রাজযোগ সম্পদ, সমৃদ্ধি, জ্ঞান ও সাফল্যের প্রতীক।

এই রাজযোগের প্রভাবে বছরের শেষ লগ্নে তিন রাশির জাতকদের জীবনে আসতে পারে বড় পরিবর্তন। কেরিয়ারে উন্নতি, ব্যবসায় লাভ, বিনিয়োগ থেকে মুনাফা এবং পড়ুয়াদের পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা জোরালো। অনেকেরই আর্থিক স্থিতি মজবুত হবে, আটকে থাকা কাজ এগোবে এবং নতুন সুযোগের দরজা খুলে যাবে।

মেষ রাশি
২০২৫ সালের শেষে লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে মেষ রাশির জাতকদের জীবনে আসতে চলেছে বড় আর্থিক সাফল্য। আয় বাড়ার পাশাপাশি সৃজনশীল কাজেও উন্নতির সুযোগ মিলবে। ব্যক্তিত্বের আকর্ষণ বাড়বে, নতুন সম্পর্ক তৈরি হবে। অনেকের কাছেই বিয়ের শুভ প্রস্তাব আসতে পারে। পরিবারে সুখ-শান্তির পরিবেশ বজায় থাকবে। সমাজ ও কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বাড়বে, কেরিয়ারে উন্নতির নতুন রাস্তা খুলে যাবে।

আরও পড়ুন

ধনু রাশি
লক্ষ্মী নারায়ণ রাজযোগের ফলে ধনু রাশির জাতকরা যে কাজেই হাত দেবেন, তাতেই মিলবে সাফল্য। দাম্পত্য বা প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকলে তা কেটে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। শিল্প-সাহিত্য বা সঙ্গীতের সঙ্গে যুক্তদের নাম-খ্যাতি বাড়বে। আর্থিক পরিস্থিতি শক্ত হবে, বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার নিয়ে ঘোরার পরিকল্পনাও সফল হতে পারে।

মকর রাশি
মকর রাশির জাতকদের সামনে অর্থ উপার্জনের একাধিক নতুন সুযোগ আসবে। আয় দ্রুতগতিতে বাড়ার যোগ রয়েছে। এই সময় নতুন বাড়ি, গাড়ি কিংবা সোনা-রুপোর গয়না কেনার সম্ভাবনা তৈরি হবে। আর্থিক দিক থেকে সমৃদ্ধির পাশাপাশি জীবনের নানা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। দীর্ঘদিন ধরে বাজারে আটকে থাকা টাকাও এই সময় ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement