Advertisement

২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণে কোন কোন রাশির ভাগ্য খুলবে, শুরু হতে চলেছে ‘সুবর্ণ সময়’?

চৈত্র বা কার্তিক নয়, শরতের মাঝপথে এই গ্রহণ, জ্যোতিষীরা বলছেন, গ্রহদের বিশেষ অবস্থান থাকছে এই সময়। সূর্য, চন্দ্র, কেতু ও রাহুর ছায়াপথে তৈরি হচ্ছে এমন এক সংযোগ, যা বদলে দিতে পারে জীবনের ছন্দ।

২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণে কোন কোন রাশির ভাগ্য খুলবে, শুরু হতে চলেছে ‘সুবর্ণ সময়’?২১ সেপ্টেম্বর সূর্যগ্রহণে কোন কোন রাশির ভাগ্য খুলবে, শুরু হতে চলেছে ‘সুবর্ণ সময়’?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2025,
  • अपडेटेड 11:28 PM IST

চোখ রাখুন ক্যালেন্ডারে। ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার। এই দিন আংশিক সূর্যগ্রহণ ঘটবে। গ্রহণ মানেই ভয় নয়। জ্যোতিষশাস্ত্র বলছে, কিছু রাশির জন্য এই গ্রহণই হতে চলেছে ভাগ্য বদলের মোক্ষম সময়। বন্ধ দরজা খুলে যেতে পারে, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত সাফল্য মিলতে পারে হাতে।

চৈত্র বা কার্তিক নয়, শরতের মাঝপথে এই গ্রহণ, জ্যোতিষীরা বলছেন, গ্রহদের বিশেষ অবস্থান থাকছে এই সময়। সূর্য, চন্দ্র, কেতু ও রাহুর ছায়াপথে তৈরি হচ্ছে এমন এক সংযোগ, যা বদলে দিতে পারে জীবনের ছন্দ। চলুন দেখে নেওয়া যাক, কোন রাশিদের জন্য ২১ সেপ্টেম্বরের সূর্যগ্রহণ হতে চলেছে আশীর্বাদস্বরূপ।

মেষ (ARIES):
অর্থভাগ্য খুলে যেতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যবসায় নতুন বিনিয়োগ শুভ।

আরও পড়ুন

সিংহ (LEO):
এই সূর্যগ্রহণ আপনাদের রাশিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ আসতে চলেছে।

ধনু (SAGITTARIUS):
ভ্রমণের যোগ প্রবল। সঙ্গে ভাগ্যও। যাত্রা হতে পারে লাভজনক। শিক্ষাক্ষেত্রে শুভ ফলাফলের সম্ভাবনা। উচ্চশিক্ষা বা বিদেশযাত্রার পরিকল্পনা থাকলে এবার সময় অনুকূল।

মীন (PISCES):
দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তির পথ খুলছে। সম্পর্কের টানাপড়েন কমবে। পারিবারিক শান্তি ফিরে আসবে এই গ্রহণের পর।

তুলা, কর্কট এবং কুম্ভ রাশির জাতকদের জন্য এই গ্রহণ কিছুটা মিশ্র ফল দিতে পারে। স্বাস্থ্য ও আর্থিক বিষয়ে সচেতন থাকতে হবে। গ্রহণের দিন ও আশেপাশের সময় সতর্ক পদক্ষেপ নিতে বলছেন জ্যোতিষীরা।

গ্রহণে কী করবেন?
গ্রহণের সময় যতটা সম্ভব উপবাস ও জপে থাকুন। গ্রহণের আগে ও পরে স্নান করে দেবতা দর্শন করুন। গর্ভবতী মহিলাদের এই সময় অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়। গ্রহণকালে কোনও শুভ কাজ না করাই ভাল। 

 

Read more!
Advertisement
Advertisement