Advertisement

Rakhi Purnima Zodiacs: জগন্নাথ-শিবের আশীর্বাদে ৩ রাশির বিশাল উন্নতি, জীবন বদলের সময়

আগামী অগাস্ট মাসে রাখিপূর্ণিমা। এই সময় জগন্নাথ দেব ও ভগবান শিবের কৃপায় কপাল খুলবে ৩ রাশির জাতকদের। সব ক্ষেত্রে উন্নতি হবে। জেনে নিন বিশদে...

ভাগ্য বদলাবে ৩ রাশির।ভাগ্য বদলাবে ৩ রাশির।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jul 2025,
  • अपडेटेड 6:12 PM IST
  • আগামী অগাস্ট মাসে রাখিপূর্ণিমা।
  • এই সময় জগন্নাথ দেব ও ভগবান শিবের কৃপায় কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
  • সব ক্ষেত্রে উন্নতি হবে।

আগামী অগাস্ট মাসে রাখিপূর্ণিমা। এই সময় জগন্নাথ দেব ও ভগবান শিবের কৃপায় কপাল খুলবে ৩ রাশির জাতকদের। সব ক্ষেত্রে উন্নতি হবে। জেনে নিন বিশদে...

বৃশ্চিক রাশি (Scorpio): 

শুভ ফল পাবেন বৃশ্চিক রাশির জাতকদের। ধনলাভের যোগ রয়েছে। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। 

আরও পড়ুন

মীন রাশি (Pisces):

কপাল খুলবে মীন রাশির জাতকদের। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। বিনিয়োগের জন্য ভাল সময়। ব্যবসায়ীরা লাভবান হবেন। 


তুলা রাশি (Libra): 

ভাগ্য বদলাবে তুলা রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্য আসবে। সব সমস্যা মিটে যাবে। আর্থিক সমস্যার সমাধান হবে এবার। 

অন্য দিকে, জ্যোতিষ মতে,  আগামী ৬ জুলাই পূর্বাফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু। এর প্রভাবে বৃষ, তুলা ও কুম্ভ রাশির জাতকদের কপাল খুলবে। আগামী ১৩ জুলাই বক্রী হতে চলেছে শনি। যার প্রভাবে কপাল খুলবে বৃষ, কর্কট ও মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, জুলাই মাসে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ ও মালব্য রাজযোগ। এই দুই রাজযোগের প্রভাবে লাভবান হবে বৃষ, বৃশ্চিক, ধনু ও কর্কট রাশির জাতকরা। জ্যোতিষ মতে, জুলাই মাসে মিথুন রাশিতে উদিত হবে বৃহস্পতি। এর ফলে তৈরি হবে ধনলক্ষ্মী রাজযোগ। যার প্রভাবে কপাল খুলবেমেষ , কন্যা ও তুলা রাশির জাতকদের। 

Read more!
Advertisement
Advertisement