Advertisement

Vishnu Zodiac Signs: ভগবান নারায়ণের কৃপা থাকে, এই ৪ রাশির জীবনভর সুখ-সমৃদ্ধি

ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে সুখ-সমৃদ্ধি আসে। জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪ রাশি বিষ্ণুর খুবই প্রিয়। এই ৪ রাশির জাতকরা সর্বদা সুখ-সাফল্য পান। জীবন কাটে  সুখ-বিলাসিতায়। জেনে নিন বিশদে...

ভগবান বিষ্ণুর কৃপায় ৪ রাশির উন্নতি।ভগবান বিষ্ণুর কৃপায় ৪ রাশির উন্নতি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Jun 2025,
  • अपडेटेड 6:52 AM IST
  • ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে সুখ-সমৃদ্ধি আসে।
  • জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪ রাশি বিষ্ণুর খুবই প্রিয়।
  • জীবন কাটে  সুখ-বিলাসিতায়।

ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে সুখ-সমৃদ্ধি আসে। জ্যোতিষ মতে, রাশিচক্রে এই ৪ রাশি বিষ্ণুর খুবই প্রিয়। এই ৪ রাশির জাতকরা সর্বদা সুখ-সাফল্য পান। জীবন কাটে  সুখ-বিলাসিতায়। জেনে নিন বিশদে...

তুলা রাশি (Libra): 

বিষ্ণুর কৃপায় ভাগ্য সদয় হয় তুলা রাশির জাতকদের। এই রাশির জাতকদের আর্থিক অবস্থা ভাল হয়। জীবনে সুখ আসে। পরিবারে সুখ-সমৃদ্ধি লাভ হয়। 


বৃষ রাশি (Taurus): 

বিষ্ণুর কৃপায় জীবনভর সুখে কাটে বৃষ রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতি হয়। সংসার সুখের হয়। ব্যবসা লাভজনক হয় খুব। সব বাধা দূর হয়। 


সিংহ রাশি (Leo): 

বিষ্ণর আশীর্বাদে সাফল্য পান সিংহ রাশির জাতকরা। কর্মক্ষেত্রে সাফল্য পান এঁরা। ব্যবসায়ীরা সফল হন। সুখ-বৈভবে কাটে জীবন।

কর্কট রাশি (Cancer): 

ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করে থাকেন কর্কট রাশির জাতকরা। এই রাশির জাতকরা সুখ-সাফল্য পান। কেরিয়ারে উন্নতি করে থাকেন। সমাজে সুনাম বাড়ে এঁদের।

অন্য দিকে, জ্যোতিষ মতে, শুক্রের চালে আগামী ২৯ জুন কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি হবে। যার ফলে কপাল খুলবে বৃষ, কন্যা ও সিংহ রাশির জাতকদের।  জ্যোতিষ মতে, জুন মাসে ত্রিগ্রহী যোগের শুভ প্রভাব থাকবে। যার ফলে লাভের মুখ দেখবেন বৃষ, মিথুন, তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, আগামী ২৮ নভেম্বর মীনে মার্গী হতে চলেছেন শনিদেব। শনির মার্গীতে লাভের মুখ দেখবেন বৃষ, কুম্ভ ও ধনু রাশির জাতকরা।

Read more!
Advertisement
Advertisement