Advertisement

Shiva Favourite Zodiac: যে কোনও বিপদে শিব ঠাকুরই সহায়, মহাদেবের প্রিয় ৪ রাশির থাকে না কোনও কষ্ট

Shiva Favourite Zodiac: সপ্তাহের প্রথমদিনটি ভগবান শিবকে সমর্পণ করা হয়েছে। এইদিন শিবের পুজো ভক্তিভরে করলে মহাদেবের বিশেষ কৃপা প্রাপ্ত হয়। আর কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাবে শ্রাবণ মাস। আর এই সময়ে ভোলেবাবাকে প্রসন্ন করতে পারলেই সব ইচ্ছা পূরণ হবে।

ভগবান শিবের প্রিয় রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jun 2024,
  • अपडेटेड 6:14 PM IST
  • সপ্তাহের প্রথমদিনটি ভগবান শিবকে সমর্পণ করা হয়েছে।

সপ্তাহের প্রথমদিনটি ভগবান শিবকে সমর্পণ করা হয়েছে। এইদিন শিবের পুজো ভক্তিভরে করলে মহাদেবের বিশেষ কৃপা প্রাপ্ত হয়। আর কিছুদিন পর থেকেই শুরু হয়ে যাবে শ্রাবণ মাস। আর এই সময়ে ভোলেবাবাকে প্রসন্ন করতে পারলেই সব ইচ্ছা পূরণ হবে। তবে ৪ রাশির জাতকদের শিবের খুব প্রিয় বলে মনে করা হয়। মহাদেব এই রাশির জাতকদের সব ইচ্ছা পূরণ করে। জেনে নিন সেই রাশির জাতকরা কারা। 

মেষ রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মেষ রাশির অধিপতি মঙ্গল দেব। মঙ্গল গ্রহকে ভগবান শিবের অংশ বলে মনে করা হয়। মঙ্গলের কারণে এই রাশির জাতকেরা শিবের বিশেষ কৃপা প্রাপ্ত হয়। এই রাশির জাতকদের জীবনে কোনও সমস্যা আসে না। তাই সোমবার করে মেষ রাশির জাতকদের ভাগবান শিবের নিয়মনিষ্ঠা সহকারে পুরো ও শিবলিঙ্গে অভিষেক করলে তাঁদের জীবন থেকে সব কষ্ট দূর হয়। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতিও মঙ্গল। এই রাশির জাতকদের ওপরও ভগবান শিবের বিশেষ কৃপা থাকে। এদের আর্থিক দিক খুব মজবুত হয়। বিবাহিত জীবন খুব ভাল থাকে শিবের কৃপায়। প্রত্যেক সোমবার শিবলিঙ্গে এক ঘটি জল অর্পণ করলে ভোলেবাবার কৃপায় এই রাশির সব কষ্ট দূর হয়ে যাবে। এছাড়াও সব ধরনের ভয় থেকে মুক্তি পাবেন। 

মকর রাশি
মকর রাশির জাতকরা ভগবান শিবের প্রিয়।এই রাশির জাতকদের দৈব অনুগ্রহ প্রাপ্ত হয়। এই রাশির শাসক গ্রহ হলেন ভগবান শনি। তিনি শিবের ভক্ত । তাই এই রাশির জাতকরা কর্মজীবনে বিশেষ উচ্চতায় পৌঁছতে পারেন। যদিও তাঁদের মাঝে মাঝে পারিবারিক সমস্যা হয়। তবে তাঁদের প্রজ্ঞা এবং ভগবান শিবের আশীর্বাদ এই সব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করে। প্রতিকূল সময়ে এই রাশির জাতকরা শিবের পঞ্চাক্ষরী মন্ত্র জপ করা উচিত, ওম নমঃ শিবায় - জপ করলে জীবনে উন্নতি হবে।  

Advertisement

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরাও শিবের কৃপাধন্য। এই রাশির অধিপতি হলেন ভগবান শনি। শিবের আশীর্বাদে  এই রাশির জাতকরা কখনই সম্পদ, সুখ বা সমৃদ্ধির অভাব অনুভব করবে না। তাঁরা সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠতে এবং একটি পরিপূর্ণ পারিবারিক জীবন উপভোগ  করতে পারে মহাদেবের কৃপায়। ভগবান শিবের কৃপায়, তারা অনায়াসে তাঁদের আদর্শ জীবন সঙ্গী খুঁজে পায়। ভগবান শঙ্করকে খুশি করার জন্য তাদের খুব বেশি প্রচেষ্টা করার প্রয়োজন নেই। কুম্ভ রাশির জাতকরা স্বভাবে আন্তরিক এবং পরোপকারী। ভগবান শিব সর্বদা তাদের প্রতি দয়ালু থাকেন। শিবের উপাসনা কুম্ভ রাশির জাতকদের জীবনকে আনন্দে ভরিয়ে তোলে । মাসিক শিবরাত্রিতে ভগবান শিবের রুদ্রাভিষেক করলে ও আখের রস নিবেদন করলে তিনি প্রসন্ন হন। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement