Advertisement

Lord Vishnu Favorite Zodiac: এই ৩ রাশিকে ছাতার মতো আগলে রাখেন বিষ্ণু, জীবন কাটে নিরাপদে

Lord Vishnu Favorite Zodiac: ৩ রাশির উপর বিষ্ণুর কৃপা থাকে। আর্থিক অভাব হয় না কখনও। তাঁরা কখনও বিপদে পড়েন না। পড়লেও অল্পের উপর দিয়ে বেরিয়ে যান। তাঁদের ছাতার মতো রক্ষা করে চলেন ভগবান বিষ্ণু। তাঁদের মধ্যে কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানুন।

এই ৩ রাশিক ছাতার মতো আগলে রাখেন বিষ্ণু, জীবন কাটে নিরাপদেএই ৩ রাশিক ছাতার মতো আগলে রাখেন বিষ্ণু, জীবন কাটে নিরাপদে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 7:17 PM IST

Lord Vishnu Favorite Rashi:জ্যোতিষশাস্ত্রে বারো রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। গ্রহ, নক্ষত্ররা মাঝে মধ্যেই স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। আবার হিন্দুশাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে বিষ্ণু দেবতারও। বিষ্ণুর কৃপায় ব্যক্তি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন।

যার ওপরে বিষ্ণুর কৃপা থাকে তিনি সকল কাজেই এগিয়ে যেতে পারেন। তাঁদের ওপরে বৃহস্পতি ও মা লক্ষ্মীর কৃপা থাকে। তাঁরা কোনও কাজেই পিছিয়ে পড়েন না। সকল কাজেই জীবনে এগিয়ে যেতে পারেন। এদের আর্থিক অভাব হয় না কখনও। তাঁরা কখনও বিপদে পড়েন না। পড়লেও অল্পের উপর দিয়ে বেরিয়ে যান। তাঁদের ছাতার মতো রক্ষা করে চলেন ভগবান বিষ্ণু। তাঁদের মধ্যে কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানুন।

বৃষ রাশি (Taurus)
ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় রাশি হল বৃষ রাশি। আর শুক্র হল এই রাশির অধিপতি। এই রাশির ব্যক্তিরা ভগবান বিষ্ণুর কৃপায় জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারেন। প্রচুর অর্থের অধিকারী হন তারা। এরা কখন কোনও কাজেই পিছিয়ে পড়েন না। আর্থিক দিকে এরা যথেষ্ট লাভ করতে পারেন। ভগবান বিষ্ণুর কৃপায় ব্যবসাতেও সর্বদাই এরা লাভের মুখ দেখেন। এদের ওপর থাকে মা লক্ষ্মীর বিশেষ কৃপাও।

কর্কট রাশি (Cancer)
কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর সর্বদাই সদয় হোন বিষ্ণু। তাই এরা কোনও কাজেই পিছিয়ে পড়েন না। এরা নিয়মিত ভগবান বিষ্ণুর পুজো করেন। তাই এরা জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারেন। চাকরি থেকে ব্যবসাতেও এদের জীবনের সফলতা লেগেই থাকে। এরা কারোর সঙ্গে বিবাদে জড়ান না। বৃহস্পতিবার করে এই রাশির ব্যক্তিরা যদি বিষ্ণুকে একটি সাদা রঙের মিষ্টি অর্পণ করেন তাহলে কিন্তু তারা জীবনে আরও সুখী হবেন।.

সিংহ রাশি (Leo)ভগবান বিষ্ণু সর্বদাই সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর সদয় থাকেন। এরা বিষ্ণুর আশীর্বাদে জীবনে খুব সফলতা অর্জন করতে পারেন রাজনীতিতে অনেক নাম করতে পারেন তাঁরা। আর্থিক ও এদের লাভ হয়। ভাগ্যের দ্বার খোলো এই রাশির ব্যক্তিরা। এরা কোনও কাজে পিছিয়ে পড়েন না। তুলা রাশি ভগবান বিষ্ণুর তুলা রাশির জাতক জাতিকাদের ওপর কৃপা থাকে। চাকরি থেকে ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারেন। পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনে এরা খুব সুখী হয়ে থাকেন। এই রাশির ব্যক্তিদের কেউ সহজে ক্ষতি করতে পারেন না। এরা সব সময়েই নিজেদের দায়িত্ব পালন করে থাকেন।

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement