Advertisement

Lucky Lottery Numbers: লটারির জন্য আপনার লাকি নম্বর কী কী? দেখে নিন রাশি অনুযায়ী

Lucky Lottery Numbers: লটারির টিকিট কাটার সময় কোন কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, জ্যোতিষশাস্ত্রে রাশি অনুযায়ী এ সম্পর্কে একটা ধারণা দিতে পারে৷ এই প্রতিবেদনে আজ ৬ রাশির জাতক-জাতিকাদের লটারির লাকি নম্বর জানানো হল। দেখে নিন রাশি অনুযায়ি জন্য আপনার লাকি লটারি নম্বর কী কী...

লটারির টিকিট কাটার সময় কোন কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, জ্যোতিষশাস্ত্রে রাশি অনুযায়ী এ সম্পর্কে একটা ধারণা দিতে পারে৷লটারির টিকিট কাটার সময় কোন কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, জ্যোতিষশাস্ত্রে রাশি অনুযায়ী এ সম্পর্কে একটা ধারণা দিতে পারে৷
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 13 Jan 2023,
  • अपडेटेड 9:10 AM IST
  • লটারি হল পুরোপুরি ভাগ্যের খেলা।
  • টিকিট কাটলেই পুরষ্কার জিতবেন, এমন নিশ্চয়তা নেই বলেই এতে ফাটকা অর্থলাভের পাশাপাশি ক্ষতিরও ঝুঁকি রয়েছে।

Lucky Lottery Numbers: লটারি হল পুরোপুরি ভাগ্যের খেলা। টিকিট কাটলেই পুরষ্কার জিতবেন, এমন নিশ্চয়তা নেই বলেই এতে ফাটকা অর্থলাভের পাশাপাশি ক্ষতিরও ঝুঁকি রয়েছে। পুরষ্কার জিতবেন এমন লটারির টিকিট বেছে নেওয়া তাই খুবই কঠিন।

লটারির ক্ষেত্রে আগে থেকে কোন নম্বরে পুরষ্কার মিলবে, এটা বলা প্রায় অসম্ভব! যদিও বা কখনও কোনও ভবিষ্যতবাণী মিলে যায়, তবে সেটা নেহাতই কাকতালিয়। লটারির টিকিট কাটার সময় কোন কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি, জ্যোতিষশাস্ত্রে রাশি অনুযায়ী এ সম্পর্কে একটা ধারণা দিতে পারে৷ আজ এই প্রতিবেদনে রাশিচক্রের শেষ ৬ রাশির জাতক-জাতিকাদের লটারির লাকি নম্বর জানানো হল। দেখে নিন রাশি অনুযায়ি জন্য আপনার লাকি লটারি নম্বর কী কী...

আরও পড়ুন

রাশি অনুযায়ী লটারির লাকি নম্বর:
তুলা রাশির জন্য ভাগ্যবান সংখ্যা- ৩, ৯, ১৫, ২৭, ৫৪, ৬৪।
বৃশ্চিক রাশির জন্য ভাগ্যবান সংখ্যা- ১, ৭, ১০, ২০, ২১, ৩৫।
ধনু রাশির জন্য ভাগ্যবান সংখ্যা- ৭, ১১, ২৭, ৩৪, ৬৩, ৬৫। 
মকর রাশির জন্য ভাগ্যবান সংখ্যা- ৫, ৮, ১৩, ২৩, ২৬, ৫১। 
কুম্ভ রাশির জন্য ভাগ্যবান সংখ্যা- ৮, ১৫, ২৯, ৩১, ৪৯, ৬৯। 
মীন রাশির জন্য ভাগ্যবান সংখ্যা- ১৪, ১৮, ২৪, ৩৩, ৬০, ৬৮।


বিশেষ দ্রষ্টব্য: লটারি মানেই ভাগ্যের খেলা, ফাটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র। টিকিট কাটলেই যে পুরষ্কার জিতবেন, এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না। শুধুমাত্র সাধারণ মানুষের কৌতুহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নম্বরগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে। মনে রাখবেন, লটারি মানেই অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকিও রয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, bangla.aajtak.in কোনও ধরনের অন্ধবিশ্বাস, কুসংস্কার, কোনও রকম বাজে আসক্তিকে সমর্থন করে না বা উল্লেখিত তথ্যগুলি যাচাই করে দেখেনি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement