Advertisement

Ma Kali Favored Zodiac: মা কালীর প্রিয় ৪টি রাশি, যাঁদের উপর থাকে বিশেষ আশীর্বাদ

মা কালী (Maa Kali) জগতের রক্ষক। ভক্তদের আগলে রাখেন। তবে কিছু রাশি আছে, যাঁদের প্রতি মা কালীর বিশেষ কৃপা থাকে।

কিছু রাশি আছে, যাঁদের প্রতি মা কালীর বিশেষ কৃপা থাকে। কিছু রাশি আছে, যাঁদের প্রতি মা কালীর বিশেষ কৃপা থাকে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2025,
  • अपडेटेड 5:21 PM IST
  • মা কালী (Maa Kali) জগতের রক্ষক।
  • কিছু রাশি আছে, যাঁদের প্রতি মা কালীর বিশেষ কৃপা থাকে।
  • চলুন দেখে নিই, মা কালীর প্রিয় সেই ৪টি রাশি কারা?

মা কালী (Maa Kali) জগতের রক্ষক। ভক্তদের আগলে রাখেন। তবে কিছু রাশি আছে, যাঁদের প্রতি মা কালীর বিশেষ কৃপা থাকে। এই রাশির জাতক-জাতিকারা জীবনে নানা বাধা বিপত্তি সত্ত্বেও এগিয়ে যান। তাঁদের জীবনে থাকে বিশেষ সাফল্য, আর্থিক উন্নতি ও মানসিক শান্তি। মা কালীর পুজো করলে জীবনে শান্তি ও সাফল্য আসে। নষ্ট হয় নেতিবাচক শক্তি। কালীর পুজো করলে কেটে যায় দুর্দিন। মেলে আর্থিক উন্নতি ও মানসিক শান্তি। শত্রু নাশ হয়। মা কালীর কৃপায় পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে। নিয়ম মেনে পুজো করলে সব বাধা কেটে যায়। চলুন দেখে নিই, মা কালীর প্রিয় সেই ৪টি রাশি কারা? 

১) মেষ রাশি (Aries)
মেষ রাশি হল সাহস ও উদ্যমের প্রতীক। মা কালীর বিশেষ কৃপা থাকে এই রাশির জাতকদের উপর। জীবনে যতই বাধা আসুক না কেন, মেষ রাশির মানুষেরা তাতে দমে যান না। মা কালীর আশীর্বাদে তাঁরা নতুন নতুন সুযোগ পান। কর্মক্ষেত্রে উন্নতি হয়। আর্থিক ক্ষেত্রেও লাভের সম্ভাবনা থাকে। পাশাপাশি শত্রুদের মোকাবিলা করার শক্তিও পান এই রাশির জাতক-জাতিকারা। মা কালীর পুজো করলে তাঁদের জীবনে শুভ ফল আসে।

২) সিংহ রাশি (Leo)
সিংহ রাশি হল নেতৃত্বের রাশি। এই রাশির জাতক-জাতিকারা সবসময় সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ। মা কালীর কৃপায় সিংহ রাশির মানুষেরা জীবনে বড় বড় সাফল্য অর্জন করেন। সমাজে সম্মান পান। কর্মক্ষেত্রে প্রোমোশন বা বড় দায়িত্ব হাতে আসে। কঠিন পরিস্থিতিতেও ধৈর্য বজায় রেখে এগিয়ে চলার শক্তি দেন মা কালী। বিশেষ করে মহাকালীর আরাধনা করলে জীবনে বাধা দূর হয়। ধার-দেনা থেকে মুক্তির সম্ভাবনাও থাকে।

৩) বৃশ্চিক রাশি (Scorpio)
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা অন্তর্মুখী ও গম্ভীর প্রকৃতির হন। কিন্তু তাঁরা প্রচণ্ড পরিশ্রমী। মা কালীর কৃপায় এই রাশির মানুষেরা জীবনের জটিল সমস্যা সহজেই সামাল দিতে পারেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা থাকে। কেউ চাইলে নতুন কোনও কাজ শুরু করতে পারেন। মা কালীর পুজো করলে স্বাস্থ্য ভাল থাকে। মানসিক শান্তিও বজায় থাকে।

Advertisement

৪) মীন রাশি (Pisces)
মীন রাশির জাতক-জাতিকারা অত্যন্ত অনুভূতিপ্রবণ। তাঁরা সহজে কারও মনে আঘাত দিতে পারেন না। মা কালীর আশীর্বাদে এই রাশির মানুষরা জীবনে সঠিক পথ খুঁজে পান। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও কাজের জন্য অপেক্ষা করছিলেন, তাঁদের সেই কাজ শেষ হবে। মা কালীর পূজো করলে ভাগ্যের চাকা ঘুরে যায়। সংসারে সুখ-সমৃদ্ধি বাড়ে।

উপরে বলা এই ৪টি রাশির মানুষেরা যদি মা কালীর আরাধনা করেন, তাহলে জীবনের কঠিন পরিস্থিতি সহজ হয়ে যাবে। মা কালীর পুজো করলে শত্রু নাশ হয়। স্বাস্থ্য ভাল থাকে। আর্থিক উন্নতি ঘটে। প্রতি অমাবস্যায় বা মঙ্গলবার মা কালীর পুজো করলে জীবনে শুভ ফল পাওয়া যায়।

দ্রষ্টব্য: রাশি, জ্যোতিষ, ধর্ম সংক্রান্ত প্রতিবেদনগুলি লোকমতভিত্তিক। প্রকাশক-সম্পাদক এগুলির সত্যতা নিশ্চিত করে না।

Read more!
Advertisement
Advertisement