Advertisement

Mahalaxmi Yoga Rashifal: সুখের সাগরে ৫ রাশি, ২০২৪ এ মিলবে বিরাট সাফল্য

Mahalaxmi Yoga Rashifal: জ্যোতিষ বিশ্লেষণ অনুযায়ী, দীপাবলিতে মঙ্গল ও চাঁদ তুলা রাশিতে যুতি তৈরি করে। এর ফলে মহালক্ষী যোগ তৈরি হয়। এই মহালক্ষী যোগ তৈরি হলে সেই রাশির জাতক-জাতিকারা আর্থিকভাবে লাভবান হন। তাছাড়া অন্য সব দিক দিয়েও তাঁদের জীবন মসৃণ ও শান্তিপূর্ণ চলতে থাকে।

সুখের সাগরে ৫ রাশি, ২০২৪ এ মিলবে সমস্ত সাফল্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2023,
  • अपडेटेड 8:00 AM IST

Mahalaxmi Yoga Rashifal: দীপাবলিতে একেবারে মহালক্ষী যোগ তৈরি হয়েছে ৫ রাশির ছকে। আর সেই কারণে আগামী এক বছর দারুণ সুফল পেতে চলেছেন ৫ রাশির জাতক জাতিকারা। জ্যোতিষ বিশ্লেষণ অনুযায়ী, দীপাবলিতে মঙ্গল ও চাঁদ তুলা রাশিতে যুতি তৈরি করে। এর ফলে মহালক্ষী যোগ তৈরি হয়। এই মহালক্ষী যোগ তৈরি হলে সেই রাশির জাতক-জাতিকারা আর্থিকভাবে লাভবান হন। তাছাড়া অন্য সব দিক দিয়েও তাঁদের জীবন মসৃণ ও শান্তিপূর্ণ চলতে থাকে।

কোন কোন রাশিতে মহালক্ষী যোগ জেনে নেওয়া যাক

মেষ (Aries)

মেষ রাশির ২০২৩ সালটা তেমন মসৃণ যায়নি। ভুল বোঝাবুঝি, পরিস্থিতির চাপে নেওয়া সিদ্ধান্ত, বাড়িতে অশান্তি ইত্যাদির কারণে মানসিক দিক থেকে তাঁরা বেশ চাপে রয়েছেন। কিন্তু মহালক্ষী যোগের প্রভাবে তাঁদের সেই কঠিন সময় যেতে চলেছে। ২০২৪ সালে তাঁদের সময়টা তুলনামূলকভাবে ভাল যাবে। 

সিংহ (Leo)

২০২৩ সাল এই রাশির জাতকদের জন্য মিশ্র গিয়েছে। অনেক ভাল কাজ হলেও, বাধাও নেহাৎ কম আসেনি। তবে দীপাবলির পর থেকে তাঁদের জন্য মহালক্ষী যোগ তৈরি হচ্ছে। আর তার ফলে সিংহ রাশির জন্য ২০২৪ সাল পর্যন্ত সময়টা বেশ ভাল যাবে। 

তুলা (Libra)

মহালক্ষী রাজযোগের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকাদের লাভ হবে। ভাগ্য সহায় থাকবে। পেশাদাররা চাকরিক্ষেত্রে সাফল্যের মুখ দেখবেন। একইভাবে ব্যবসায়ীরাও ব্যবসাক্ষেত্রে মুনাফা করবেন। 

মকর (Capricorn)

এই রাশিকে মহালক্ষী যোগ তৈরি হয়েছে। এর প্রভাবে তাঁদের পড়াশোনা, চাকরি, ব্যবসা ক্ষেত্রে সমস্ত কার্যসিদ্ধা হবে। যাঁরা চাকরি খুঁজছেন বা ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছেন, তাঁদের জন্য এই সময়টা ভাল। আবার উল্লেখযোগ্য বিষয় হল, প্রেম-দাম্পত্যের জন্যও মকর রাশির শুভ যোগ রয়েছে। অনেকেই ২০২৪ সালে মনের মানুষের খোঁজ পেতে পারেন। যাঁরা ইতিমধ্যেই সম্পর্কে রয়েছেন, তাঁদের বিষয়টি বিবাহের দিকে এগোতে পারে। 

Advertisement

কুম্ভ (Aquarious)

এই রাশির কেরিয়ারের জন্য আগামী ১ বছর বেশ শুভ হতে চলেছে। তবে তাই বলে হাল ছেড়ে দেবেন না। উল্টে দীপাবলির পর থেকেই কেরিয়ার, চাকরি, ব্যবসায় বাড়তি মনযোগ দিন। আর সেটা করলেই ২০২৪ সালে নিশ্চিত সুফল লাভ করবেন। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement