Advertisement

Shukra Gochar 2026: বছরের শুরুতে শুক্রের অবস্থানে বিরাট বদল, বিলাসবহুল জীবন কাটাবেন ৩ রাশি

Shukra Gochar 2026: মকর সংক্রান্তি শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এই পর্ব উত্তর ভারতে খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ বলে মানা হয়ে থাকে। এই পর্ব খুবই জাঁক জমকের সঙ্গে পালন করা হয়। এইদিন সূর্যের উপাসনা করা হয়ে থাকে আর সূর্যদেবকে গুড়, খিচুড়ি, মিষ্টি এইসব অপর্ণ করা হয়। পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৬ সালের ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির পর্ব পালন করা হবে আর ঠিক ১ দিন আগে শুক্র দেবতা গোচর করবে।

শুক্রের গোচরে ৩ রাশির ভাগ্য ফেরাবেশুক্রের গোচরে ৩ রাশির ভাগ্য ফেরাবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jan 2026,
  • अपडेटेड 1:26 PM IST
  • মকর সংক্রান্তি শুরু হতে আর বেশিদিন বাকি নেই।

মকর সংক্রান্তি শুরু হতে আর বেশিদিন বাকি নেই। এই পর্ব উত্তর ভারতে খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ বলে মানা হয়ে থাকে। এই পর্ব খুবই জাঁক জমকের সঙ্গে পালন করা হয়। এইদিন সূর্যের উপাসনা করা হয়ে থাকে আর সূর্যদেবকে গুড়, খিচুড়ি, মিষ্টি এইসব অপর্ণ করা হয়। পঞ্চাঙ্গ অনুসারে, ২০২৬ সালের ১৪ জানুয়ারি মকর সংক্রান্তির পর্ব পালন করা হবে আর ঠিক ১ দিন আগে শুক্র দেবতা গোচর করবে। দ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ী, ১৩ জানুয়ারি ২০২৬ সালে শুক্র দেবতা ভোর ৪টের সময় মকর রাশিতে প্রবেশ করবে। যা খুবই শক্তিশালী গোচর বলে মনে করা হচ্ছে। এই শুক্রের এই গোচর কাদের জীবনে সৌভাগ্য বয়ে আনবে, আসুন দেখে নিন। 

বৃষ রাশি
মকর সংক্রান্তির শুভ সময়ে শুক্রের রাশি পরিবর্তন বৃষ রাশির জাতকদের জীবনে ইতিবাচকতা বয়ে আনবে। যে কাজগুলো আপনি পরিশ্রম দিয়ে করছেন, তাতে সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কাজের প্রতি পরিশ্রম ও উদ্যোগ আপনাকে ভাল ফল দেবে। ব্যক্তিগত সম্পর্কেও মধুরতা আসবে। জীবনসঙ্গী বা কাছের মানুষের সঙ্গে আবেগ আরও বেশি করে যুক্ত হবে। নিজেদের মধ্যে বোঝাপড়া আরও ভাল হবে। স্বাস্থ্য নিয়ে চিন্তা এবার দূর হতে পারে। 

তুলা রাশি
মকর সংক্রান্তিতে শুক্রের গোচর তুলা রাশির জাতকদের জন্য শুভ সঙ্কেত দিতে চলেছে। গত বছর যদি কোনও ইচ্ছা পূরণ না হয়ে থাকে, তবে তা এই বছর পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। নিজেদের মধ্যে সম্পর্ক আরও সুন্দর হবে। যারা চাকরির সন্ধান করছেন, তারা কোনও বন্ধুর সঙ্গে নতুন কাজ শুরু করার চিন্তা করতে পারেন। স্বাস্থ্য এই সময় মোটামুটি থাকবে। 

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য মকর সংক্রান্তি খুবই শুভ হতে চলেছে। অর্থ সংক্রান্ত বিষয়ে লাভ হতে চলেছে। বাড়ির কিছু পুরনো সমস্যা থেকে স্বস্তি পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। আপনি ভবিষ্যতের পরিকল্পনা তৈরি করতে সক্রিয় হবেন। সম্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকে সুবিধা পেতে পারেন। স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনও দরকার নেই।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement