Advertisement

Mangal Gochar July Rashifal: মঙ্গলের কৃপায় ৩ রাশির আচমকা ভাগ্য ঘুরবে, ফাটকা কামাইয়ের যোগ

Mangal Gochar July Rashifal: জোতিষশাস্ত্রে, মোট বারো রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। গ্রহ ও নক্ষত্ররা প্রায় প্রতি মাসেই স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। মঙ্গল হল সাহস, সম্পত্তির কারক। মঙ্গল যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে।

মঙ্গলের কৃপায় ৩ রাশির আচমকা ভাগ্য ঘুরবে, ফাটকা কামাইয়ের যোগমঙ্গলের কৃপায় ৩ রাশির আচমকা ভাগ্য ঘুরবে, ফাটকা কামাইয়ের যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Jul 2024,
  • अपडेटेड 4:24 PM IST
  • জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের গমন মানবজীবনে প্রভাব ফেলে।
  • ১২ জুলাই মঙ্গল বন্ধু রাশি বৃষে প্রবেশ করবে।
  • এই রাশিচক্রের কিছু রাশির উপর এর বিশেষ ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Mangal Gochar July Rashifal: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের গমন মানবজীবনে প্রভাব ফেলে। ১২ জুলাই মঙ্গল বন্ধু রাশি বৃষে প্রবেশ করবে। এই রাশিচক্রের কিছু রাশির উপর এর বিশেষ ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। এই প্রতিবেদনে আমরা কুম্ভ, মেষ ও বৃষ রাশির উপর মঙ্গলের এই গোচরের বিস্তারিত প্রভাব আলোচনা করব।

জোতিষশাস্ত্রে, মোট বারো রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। গ্রহ ও নক্ষত্ররা প্রায় প্রতি মাসেই স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। মঙ্গল হল সাহস, সম্পত্তির কারক। মঙ্গল যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে।

বৃষ রাশিতে মঙ্গল ও শুক্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, জানুন।

মেষ (Aries)
মঙ্গলের শুভ প্রভাব পড়বে মেষ রাশির ব্যক্তিদের উপর। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থ লাভ হবে। এসময় আপনার সাহস ক্রমশ বাড়তে থাকবে। মানসিক চাপ কমবে। আপনার ব্যবসায় আটকে থাকা কাজ দ্রুত শেষ হবে। ঋণ পরিশোধ খুব সহজেই করতে পারবেন। আপনার দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা কাজে বেশ সফলতা অর্জন করতে পারবেন। আপনার কাজের প্রশংসা করবেন। আর্থিক দিকেও লাভ হবে।

বৃষ (Taurus)
বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। মঙ্গলের শুভ প্রভাব পড়বে আপনার ওপর। তাদের আত্মবিশ্বাস বাড়বে। বুদ্ধিমত্তা ক্রমশ বাড়তে থাকবে। এসময় ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি। আয় বৃদ্ধি হবে আপনার। সাহস, সাহসিকতা ক্রমশ বাড়তে থাকবে। নতুন সম্পত্তির অধিকারী হবেন আপনি। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। এসময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূর্ণ হবে। সাহস, সাহসিকতা বাড়তে থাকবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন।

কুম্ভ (Auarious)
মঙ্গলের গমনে কুম্ভ রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলে যাবে। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে পারেন। কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন। আপনার কিছু বিশেষ কাজ সম্পন্ন হবে। আপনার পরিবারের সদস্যরাও খুশিতে থাকবেন। আর্থিক দিকে লাভ হবে। কর্মক্ষেত্রে সফলতা আসবে। যারা ব্যবসা করছেন বা নতুন ব্যবসা বিনিয়োগ করতে চান তাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। আপনি ঘরে ও বাইরে পরিবারের কাছ থেকে সমর্থন পাবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। সকল কাজেই উপার্জন করতে পারবেন। এই সময় আপনার ব্যয় আসতে আসতে কমতে থাকবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement