Advertisement

Mangal Bad Effect: সাবধান! আগামী পাঁচ মাস সামলে চলুন এই ৫ রাশি, মঙ্গলের রোষে হবে অমঙ্গল

প্রভাব থাকবে আগামী ৫ মাস। মঙ্গলের গমন কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ নিয়ে আসবে। আর কয়েকটি রাশির জাতক-জাতিকাদের সাবধান হতে হবে।  

মঙ্গলের গোচরে ক্ষতি।  মঙ্গলের গোচরে ক্ষতি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Nov 2022,
  • अपडेटेड 8:23 PM IST
  • বক্রী মঙ্গল।
  • প্রভাব আগামী ৫ মাস।

বৃষ রাশিতে বক্রী হয়েছে মঙ্গল। আগামী ৫ মাস এই রাশিতেই থাকবে। মঙ্গল গ্রহের বক্রী হওয়ার প্রভাব পড়েছে ১২ রাশির উপরেই। আর সেই প্রভাব থাকবে আগামী ৫ মাস। মঙ্গলের গমন কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ নিয়ে আসবে। আর কয়েকটি রাশির জাতক-জাতিকাদের সাবধান হতে হবে।  

মেষ রাশি- মঙ্গল গমনের কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময়ে বিনিয়োগ এড়িয়ে চলুন। বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে পারেন। কাজকর্মে আগের চেয়ে মনোযোগী হোন। দায়িত্ব নিয়ে হেলাফেলা করবেন না।   

বৃষ রাশি- বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি আরও বেশি নজর দিতে হবে। এই সময় ব্যায়াম করা দরকার। এর মাধ্যমে  শক্তিকে ইতিবাচক দিকে চালিত করতে পারবেন। ব্যবসার সঙ্গে যুক্ত এই জাতক-জাতিকাদের জন্য সময়টি ভাল যাবে। সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকলে আপাতত বিনিয়োগ না করাই ভাল। দেখেশুনে বড় সিদ্ধান্ত নিন। 

আরও পড়ুন

মিথুন রাশি- এই রাশির জাতক-জাতিকাদের পরিজনদের সঙ্গে সম্পর্কে উত্থান-পতন হতে পারে। এই সময়ের যাঁরা তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা সাবধান থাকুন। অর্থকড়ি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করুন।  অফিসের কাজে কোনও গাফিলতি করবেন না। স্ত্রী বা প্রেমিকাকে সময় দিন। কথা শুনুন। 

কন্যা রাশি- এই রাশির জাতক-জাতিকাদের দৌড়ঝাঁপ করতে হতে পারে। অফিসে কাজ বাড়বে। এর পাশাপাশি পদোন্নতিতে বাধা পড়তে পারে। এই সময়ে এমন অনেক ঘটনা ঘটতে পারে যা ঝামেলার কারণ হতে পারে। এখন আবেগী হওয়ার সময় নয়। খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করবেন না। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দেখেশুনে নিন। 

বৃশ্চিক রাশি- এই রাশির জাতক-জাতিকাদের জীবনে নানাবিধ সমস্যা আসতে পারে। এই সময়ে সম্পত্তিতে বিনিয়োগ করলে লাভ পেতে পারেন। পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে না।  অহংকে নিজের উপর কর্তৃত্ব করতে দেবেন না। অযথা মাথাগরম করবেন না। দেখেশুনে বড় সিদ্ধান্ত নিন। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement