Advertisement

Mangal Gochar Rashifal 2025: মঙ্গলের কৃপায় দ্রুত কোটিপতি হওয়ার যোগ তিন রাশির, জানুন কবে ফিরবে কপাল?

Mangal Gochar Rashifal 2025: মঙ্গলের রাশিচক্রে পরিবর্তনের ফলে ধনলাভের শুভ সময় এগিয়ে আসছে! ২০২৫ সালে মেষ, সিংহ ও বৃশ্চিক রাশির জাতকরা হতে পারেন কোটিপতি। কোন মাসে কাদের ভাগ্য খুলবে জেনে নিন এই বিশেষ জ্যোতিষ প্রতিবেদনে।

মঙ্গলের কৃপায় দ্রুত কোটিপতি হওয়ার যোগ তিন রাশির, জানুন কবে ফিরবে কপাল?মঙ্গলের কৃপায় দ্রুত কোটিপতি হওয়ার যোগ তিন রাশির, জানুন কবে ফিরবে কপাল?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2025,
  • अपडेटेड 6:00 PM IST

Mangal Gochar Rashifal 2025: ২০২৫ সালে মঙ্গল গ্রহের রাশিচক্রে প্রবেশ এবং গোচরগত পরিবর্তন বেশ কিছু রাশির জন্য আর্থিকভাবে অত্যন্ত শুভ হতে চলেছে। ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল মূলত রক্ত, শক্তি, ভূমি ও সম্পত্তির গ্রহ হলেও, তা যেকোনো জাতকের জন্মছকে বিশেষ ভাবে প্রভাব ফেলতে পারে ধন, জমি, সম্পদ এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে।

কোন রাশি কবে ধনবান হবে?

১. মেষ (Aries): জুন – জুলাই ২০২৫
মঙ্গল মেষ রাশির অধিপতি, তাই এই সময়ে মঙ্গলের নিজ ঘরে অবস্থান প্রচুর ধনপ্রাপ্তি, পুরনো ঋণ পরিশোধ ও জমিজমা লাভের সুযোগ এনে দেবে।

আরও পড়ুন

২. সিংহ (Leo): আগস্ট – সেপ্টেম্বর ২০২৫
এই মাসে মঙ্গল তৃতীয় ঘরে প্রবেশ করবে, যা ব্যবসা ও লেনদেনে শুভফল এনে দেবে। শেয়ার বাজার বা নতুন বিনিয়োগে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা প্রবল।

৩. বৃশ্চিক (Scorpio): অক্টোবর – নভেম্বর ২০২৫
মঙ্গল বৃশ্চিকের অধিপতি হিসেবে অষ্টম ঘর থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। হঠাৎ অর্থপ্রাপ্তি, পারিবারিক সম্পত্তির ভাগ পাওয়া বা লটারি জেতার যোগ প্রবল।

৪. ধনু (Sagittarius) ও মকর (Capricorn): ডিসেম্বর ২০২৫
এই সময় দুই রাশির উপর মঙ্গলের প্রভাব থাকবে উগ্র কিন্তু শুভ। জমি বিক্রি, প্রোমোশন বা বিদেশে ইনকামের নতুন সুযোগ তৈরি হতে পারে।

বিশেষ পরামর্শ:
এই সময় প্রতিদিন সন্ধ্যায় ৫ মিনিট “মঙ্গল চন্ডী স্তোত্র” পাঠ করলে মঙ্গলের শুভ প্রভাব বৃদ্ধি পায়।

 

 

Read more!
Advertisement
Advertisement