Advertisement

Mangal Surya Rajyog: ছাব্বিশে শুরুতেই আদিত্য মঙ্গল রাজযোগ, নতুন বছরে মালামাল হবে এই ৪ রাশি

২০২৬ সালের শুরুতেই হবে আদিত্য মঙ্গল রাজযোগ। মকর রাশিতে সূর্য এবং মঙ্গলের মিলন ঘটবে। এর ফলে নতুন বছরের শুরুতেই লাভবান হবেন ৪ রাশির জাতক। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Nov 2025,
  • अपडेटेड 4:50 PM IST
  • ছাব্বিশের শুরুতেই রয়েছে আদিত্য মঙ্গল রাজযোগ
  • সূর্য ও মঙ্গলের মিলন হবে মকর রাশিতে
  • কোন কোন রাশি লাভবান হবে?


লাস্ট ল্যাপে ২০২৫ সাল। মাসখানেক পরেই নতুন বছরে পড়বে পা। আর ২০২৬ সালের শুরুতেই ১৪ জানুয়ারি সূর্য মকর রাশিতে গোচর করবে। সেই দিনেই পালিত হবে মকর সংক্রান্তি। ঠিক তার দু'দিন পরেই ১৬ জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে মঙ্গলও। যাকে সেনাপতি গ্রহও বলা হয়। এর ফলে তৈরি হবে আদিত্য মঙ্গল রাজযোগ। অত্যন্ত শুভ এই রাজযোগ গঠনের ফলে ২০২৬ সালে ধনবৃষ্টি হবে ৪ রাশির জীবনে। ভাগ্য সহায় কবে কাদের? 

মেষ: আদিত্য মঙ্গল রাজযোগের ফলে ২০২৫ সালের শনির সাড়ে সাতির দশা ঘুচবে ২০২৬ সালে। জীবন থেকে ক্ষতিকর প্রভাব কেটে যাবে এই রাশির জাতকদের। একইসঙ্গে কেরিয়ারি উন্নতি হবে, ব্যবসায় লাভ হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং একইসঙ্গে আত্নবিশ্বাস বাড়বে এই রাশির জাতকদের।

তুলা: সূর্য ও মঙ্গলের আদিত্য রাজযোগে প্রভাবে তুলা রাশির দারুণ সময় আসতে চলেছে। নতুন বছরের শুরুটা দারুণ হতে চলেছে এই রাশির জাতকদেক জন্য। নতুন গাড়ি কিংবা বাড়ি কেনার শুভ যোগ রয়েছে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। মনেও শান্তি থাকবে। এই সময়ে বিনিয়োগ করলে উপকৃত হবেন। 

মকর: সূর্য ও মঙ্গলের আদিত্য রাজযোগ মিলনের সবচেয়ে বেশি লাভ পাবেন মকর রাশির জাতকরা। এই সময়ে মকর রাশির জাতকদের আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এই সময়ে। নতুন করে ব্যবসা করার সুযোগ আসবে। হঠাৎ করে আর্থিক ভাবে লাভবান হতে পারবেন এই রাশির জাতকরা। যারা অবিবাহিত, তাদের বিয়ের যোগ রয়েছে।

বৃষ: আদিত্য মঙ্গল রাজযোগের প্রভাবে নতুন বছরের শুরুতে লাভবান হবেন বৃষ রাশির জাতকদের। চাকরিজীবী ও ব্যবসায়ীদের উন্নতির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে অর্থলাভ হওয়ার সুযোগ মিলবে। পুরনো বিনিয়োগ থেকেও মুনাফার সম্ভাবনা রয়েছে। ব্যাঙ্ক ব্যালান্স বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের। বিয়ের পাকা কথাও হতে পারে বৃষ রাশির জাতকদের। 

 

Read more!
Advertisement
Advertisement