Advertisement

Navpancham Yog 2025: মঙ্গল-বরুণ মুখোমুখি হতেই শুভ যোগ, নভেম্বরে আকাশচুম্বী ৩ রাশির অর্থভাগ্য

Navpancham Yog 2025: দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ৪ নভেম্বর সকাল ৯.২৭ মিনিটে মঙ্গল ও বরুণ গ্রহ মিলে শক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি করেছে। যার প্রভাব সব রাশির ওপর শুভ ও অশুভ হিসাবে দেখা দেবে। তবে, মঙ্গল ও বরুণের নবপঞ্চম যোগ ৩ রাশির ওপর শুভ ও ইতিবাচকতা দেখা দেবে।

নবপঞ্চম যোগে লাকি রাশি কারা?নবপঞ্চম যোগে লাকি রাশি কারা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2025,
  • अपडेटेड 12:46 PM IST
  • দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ৪ নভেম্বর সকাল ৯.২৭ মিনিটে মঙ্গল ও বরুণ গ্রহ মিলে শক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি করেছে।

দ্রিক পঞ্চাঙ্গ অনুসারে, ৪ নভেম্বর সকাল ৯.২৭ মিনিটে মঙ্গল ও বরুণ গ্রহ মিলে শক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি করেছে। যার প্রভাব সব রাশির ওপর শুভ ও অশুভ হিসাবে দেখা দেবে। তবে, মঙ্গল ও বরুণের নবপঞ্চম যোগ ৩ রাশির ওপর শুভ ও ইতিবাচকতা দেখা দেবে। লাকি রাশিরা মনের মতো সফলতা পাবেন, জীবনে অর্থের আগমন বাড়বে। আসুন সেই লাকি রাশি কারা জেনে নিই। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য মঙ্গল-বরুণ নবপঞ্চম যোগ লাভদায়ক সিদ্ধ হতে পারে। জাতকদের সৃজনশীনতা কাজে সামিল হওয়ার সুযোগ আসবে। বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার আত্মবিশ্বাস বাড়বে। অর্থলাভের রাস্তা খুলে যাবে। সাহস বাড়ায় কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ নেওযার জন্য জাতকেরা এগিয়ে আসবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর হবে। জীবনে ভারসাম্য বজায় থাকবে। জাতকদের মধ্যে মানসিক স্থিরতা থাকবে। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য নবপঞ্চম যোগের অতি শুভ প্রভাব পড়তে পারে। জাতকদের সৌভাগ্য বৃদ্ধি হবে। শিল্পের প্রতি এদের রুচি বাড়বে। কেরিয়ারে নতুন সুযোগ হাতে লাগবে। ব্যবসায় লাভের মতো চুক্তি হাতে লাগবে। ঘর বা জমির মতো কোনও সম্পত্তি কেনার যোগ তৈরি হবে। স্বাস্থ্য আগের চেয়ে উন্নত হবে এবং শারীরিক শক্তি বাড়বে। 

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য নবপঞ্চম রাজযোগ শুভ পরিণাম দেবে। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে জাতকদের। আত্মবিশ্বাস বাড়বে। কর্মস্থানে নিজেকে ইতিবাচক বলে মনে হবে। অর্থলাভ হওয়ায় পুরনো ঋণ মিটিয়ে নিতে পারবেন। পুরনো কোনও যোজনা সম্পূর্ণ হওয়ার ফলে সফলতা হাতে আসবে। জাতকদের সম্মান বাড়বে।    

Read more!
Advertisement
Advertisement