Advertisement

Dhanshakti Rajyog 2024: মঙ্গল ও শুক্র তৈরি করছে 'ধনশক্তি রাজযোগ', ধনবর্ষা হবে ৩ রাশিতে

Dhanshakti Rajyog 2024: ফেব্রুয়ারি মাসের শুরুতেই মঙ্গল ও শুক্র মকর রাশিতে প্রবেশ করবে। আর এই দুই গ্রহের মিলনে তৈরি হবে 'ধনশক্তি রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। আর্থিক দিকে তাদের খুব লাভ হবে। তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে কাদের দেখুন।

মঙ্গল ও শুক্র তৈরি করছে 'ধনশক্তি রাজযোগ', ধনবর্ষা হবে ৩ রাশিতেমঙ্গল ও শুক্র তৈরি করছে 'ধনশক্তি রাজযোগ', ধনবর্ষা হবে ৩ রাশিতে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 02 Feb 2024,
  • अपडेटेड 3:33 PM IST

Dhanshakti Rajyog 2024: জ্যোতিষশাস্ত্রে মঙ্গল ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন তারা নানান রকম যোগ তৈরি করে থাকে। সেটি কারও জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য তা অশুভ হতে পারে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই মঙ্গল ও শুক্র মকর রাশিতে প্রবেশ করবে।

আর এই দুই গ্রহের মিলনে তৈরি হবে 'ধনশক্তি রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। যোগের বিশেষ প্রভাব পড়বে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। আর্থিক দিকে তাদের খুব লাভ হবে। তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। জীবনে সাফল্যের সময় শুরু হবে কাদের দেখুন।

মেষ(Aries)
রাশি মেষে প্রবেশ করতে চলেছে বুধ-বৃহস্পতি, গ্রহের মিলনে নয়া সম্পত্তির মালিক হবেন কারা? শুভ যোগের বিশেষ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের উপরে। এই সময় আপনার জীবনে খুব শুভ সময়। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আর্থিক দিয়ে খুব লাভ হবে। আপনার বাজারে আটকে থাকা টাকা আপনি সহজে তুলতে সক্ষম হবেন। যারা গবেষণায় যুক্ত তাদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। তাছাড়া যারা চাকরিজীবী রয়েছেন তাদের অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে আরও বড় কাজের দায়িত্ব পেতে পারেন আপনি। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। পিতার সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে। তবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনেও সফলতা নিশ্চিত।

বৃষ (Taurus)
বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনি যে কাজের জন্য পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। ধর্মীয় কোনও কাজে বিনিয়োগ করতে পারেন। ব্যবসায় সংক্রান্ত যেকোনোও বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। বিদেশে গেলে আয়ের মুখ দেখবেন আপনি। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন আপনি।

ধনু (Sagittarius)
ধনশক্তি রাজযোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির জাতক জাতিকাদের উপর। এ সময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে। স্ত্রীর কাছ থেকে সকল কাজে বিশেষ সহায়তা পাবেন। আপনি কর্মজীবনে খুব এগিয়ে যেতে পারবেন। হঠাৎ করে কোথাও থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement