Advertisement

Mangal Vakri Horoscope: দু'হাত ভরে আসবে টাকা, মঙ্গলের চালে সুখের দিন ৩ রাশির

জ্যোতিষ মতে, আগামী ৭ ডিসেম্বর রাশি বদলাবে মঙ্গল। পিছিয়ে যাবে এই গ্রহ। এর প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন...

কপাল খুলবে ৩ রাশির জাতকদের।কপাল খুলবে ৩ রাশির জাতকদের।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2024,
  • अपडेटेड 12:22 PM IST
  • জ্যোতিষ মতে, আগামী ৭ ডিসেম্বর রাশি বদলাবে মঙ্গল।
  • পিছিয়ে যাবে এই গ্রহ।
  • কপাল খুলবে ৩ রাশির জাতকদের।

জ্যোতিষ মতে, আগামী ৭ ডিসেম্বর রাশি বদলাবে মঙ্গল। পিছিয়ে যাবে এই গ্রহ। এর প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। জেনে নিন...

তুলা রাশি (Libra): 

ভাগ্যোদয় হবে তুলা রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। 

কন্যা রাশি (Virgo): 

শুভ প্রভাব পড়বে কন্যা রাশির জাতকদের জীবনে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে। চাকরিতে পদোন্নতি হতে পারে। আয় বৃদ্ধি হবে। ব্যবসায়ীরা লাভান হবেন। 

মীন রাশি (Pisces):

লাভবান হবেন মীন রাশির জাতকরা। কোনও সুখবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভাল হবে। ব্যবসায় সাফল্যের যোগ রয়েছে। 

অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২ ডিসেম্বর রাশি বদলাবে শুক্র। মকর রাশিতে গমন করবে এই গ্রহ। এর প্রভাবে মেষ, বৃষ ও কন্যা রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে।জ্যোতিষ মতে, আগামী ২ ডিসেম্বর পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বিরাজ করবে রাহু। পরের বছর ১৬ মার্চ পর্যন্ত ওই নক্ষত্রেই থাকবে রাহু। যার প্রভাবে কপাল খুলবে মেষ, মকর এবং কুম্ভ রাশির জাতকদের। নতুন বছরে সাফল্যের চূড়ায় উঠবে ৩ রাশি। লাভবান হবেন মকর, সিংহ এবং তুলা রাশির জাতকরা। জ্যোতিষ মতে, বাংলার অগ্রহায়ণ মাসে বুধ ও সূর্যের চালে শুভ প্রভাব পড়বে। চাকরি-ব্যবসায় দারুণ উন্নতির যোগ রয়েছে। লাভবান হবেন ২ রাশির জাতকরা।

Read more!
Advertisement
Advertisement