Advertisement

Zodiac: সূর্যের সুনজরে প্রোমোশন পাবে ৬ রাশি, হবে বেতনবৃদ্ধিও

Zodiac: মে মাসে আবারও সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে। এবার সূর্য মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে চলে যায় তখন এই ঘটনাকে জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তি বলা হয়। এই মাসে সূর্যের বৃষ সংক্রান্তি ঘটতে চলেছে। ১৫ মে, সূর্য মেষ রাশি থেকে ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। এর ফলে রাশিচক্রের প্রত্যেকটি রাশি প্রভাবিত হবে। এদের মধ্যে ৬ রাশির জাতকের কর্মক্ষেত্রে অসামান্য উন্নতির যোগ তৈরি হচ্ছে। পদোন্নতি থেকে বেতন বৃদ্ধি পেতে পারেন তারা। দেখে নিন তালিকায় কোন কোন রাশি রয়েছে।

সূর্যের সুনজরে প্রোমোশন পাবে ৬ রাশি, হবে বেতনবৃদ্ধিও
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2022,
  • अपडेटेड 1:36 PM IST

Zodiac: মে মাসে আবারও সূর্যের রাশি পরিবর্তন হতে চলেছে। এবার সূর্য মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে চলে যায় তখন এই ঘটনাকে জ্যোতিষশাস্ত্রে সংক্রান্তি বলা হয়। এই মাসে সূর্যের বৃষ সংক্রান্তি ঘটতে চলেছে। ১৫ মে, সূর্য মেষ রাশি থেকে ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। এর ফলে রাশিচক্রের প্রত্যেকটি রাশি প্রভাবিত হবে। এদের মধ্যে ৬ রাশির জাতকের কর্মক্ষেত্রে অসামান্য উন্নতির যোগ তৈরি হচ্ছে। পদোন্নতি থেকে বেতন বৃদ্ধি পেতে পারেন তারা। দেখে নিন তালিকায় কোন কোন রাশি রয়েছে।


মেষ ARIES

সূর্য আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। আর্থিক দিক থেকে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই ট্রানজিট লাভজনক হবে। এই সময়ে, আপনাকে পারিবারিক বিবাদ থেকে দূরে থাকতে হবে। কর্মজীবনে সাফল্য আসবে। নতুন সম্পদ সৃষ্টিতে সফল হতে পারেন।


বৃষ TAURUS

সূর্য আপনার রাশির প্রথম ঘরে প্রবেশ করবে। এই সময়ে চাকরিতে পদোন্নতি পেতে পারেন। ব্যবসায় কঠোর পরিশ্রমের ফল পাওয়া যাবে। কর্মজীবনে সাফল্য আসবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। পরিবারে সুখের পরিবেশ থাকবে।


কর্কট CANCER

সূর্য আপনার রাশির একাদশতম ঘরে প্রবেশ করবে। এই ট্রানজিটের প্রভাবে আপনার আর্থিক দিক শক্তিশালী হবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিনিয়োগ করে লাভ পাবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে।


সিংহ LEO

সূর্য আপনার রাশির দশম ঘরে প্রবেশ করবে। সূর্যের রাশি পরিবর্তনের প্রভাবে কর্মক্ষেত্রে সম্মান ও প্রশংসা পাবেন। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। ভ্রমণের যোগও তৈরি হচ্ছে।


কন্যা VIRGO

সূর্য আপনার রাশির নবম ঘরে প্রবেশ করবে। এই সময়ে ভাগ্যের সমর্থন পাবেন। চাকরিজীবীরা নতুন সুযোগ পাবেন। ব্যবসায়ীরা লাভবান হবেন। পরিবারে মাঙ্গলিক কাজ হতে পারে।

Advertisement


মীন PISCES

মীন রাশির জাতক জাতিকাদের তৃতীয় ঘরে সূর্য গমন করবে। এই সময়ে আপনার আটকে থাকা কাজ শেষ হবে। বিবাদ মিটে যাবে। ভালো চাকরির সুযোগ পাবেন। ব্যবসায় মিশ্র ফল পেতে পারেন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement