প্রতিটি রাশিচক্রের নিজস্ব বিশেষত্ব রয়েছে। কেউ নেতৃত্বে এগিয়ে আবার কেউ সম্পর্ক রক্ষায় শীর্ষে। কেউ বেশি রেগে যায়, তো কেউ আবার সঙ্গীকে দারুণ ভালোবাসে। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন ৭টি রাশি আছে যেগুলির জাতিকারা ভুল হওয়া সত্ত্বেও কখনও তা স্বীকার করে না বা ক্ষমা চায় না। এককথায় বলতে গেলে সরি বলা তাঁদের স্বভাবে নেই। তাই সম্পর্কে জড়ানো বা জীবন সঙ্গী বেছে নেওয়ার আগে এই বিষয়টি ভেবে নেওয়া দরকার। চলুন জেনে নেওয়া যাক সেই রাশিগুলি সম্পর্কে।
মেষ রাশি (Aries) : জ্যোতিষশাস্ত্রে মেষ হল প্রথম রাশি। এই রাশির জাতিকাদের মেজাজও থাকে খুব চড়া। এই রাশির মেয়েরা কখনওই ক্ষমা চান না। তাই এই রাশির মেয়েদের সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে ভাল করে ভেবে নিন।
বৃষ রাশি (Taurus) : জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির মেয়েরাও স্বভাবে জেদি হয়। তাঁরাও সরি বলতে জানেন না। ভুল স্বীকার তো করেনই না, বরং মারমারি শুরু করেন।
সিংহ রাশি (Leo) : এই রাশির মেয়েরাও যথেষ্ট রাগী স্বভাবের হন। সিংহের জাতিকাদের মধ্যে প্রচুর পরিমানে ইগো দেখা যায়। তাঁরাও ভুল করে স্বীকার করেন না।
কন্যা রাশি (Virgo) : জ্যোতিষশাস্ত্র অনুসারে কন্যা রাশির জাতকরা স্বভাবে খুব পারফেকশনিস্ট হন। এই রাশির মেয়েরাও কখনও ক্ষমা চান না। তাঁরা মনে করেন তাঁরা কখনওই ভুল করতে পারেন না। কেউ যদি তাঁদের কাজের ভুল ধরেন, তাহলে তা তাঁরা মেনে নেন না।
বৃশ্চিক রাশি (Scorpio) : এই রাশির মেয়েরাও অন্যের মতামত পছন্দ করেন না। তারা মজবুত এবং স্বাধীন মানসিকতার হন। এই রাশির মেয়েরাও ক্ষমা চান না।
মকর রাশি (Capricorn) : এই রাশির মেয়েরাও ক্ষমা চাইতে পছন্দ করেন না। এমনকী ভুল করতে তাঁরা অনুতপ্তও হন না।
কুম্ভ রাশি (Aquarius) : কুম্ভ রাশির বেশিরভাগ মেয়েরা ক্ষমা চাওয়া পছন্দ করেন না। কুম্ভ রাশির খুব মহিলাই আছেন যাঁরা ভুল হলে তা স্বীকার করেন। সরি বলার পরিবর্তে এই রাশি মেয়েরা উপেক্ষা করে থাকেন।
(Disclaimer : প্রতিবেদনটি সার্বিক গণনার ভিত্তিতে লেখা, ব্যক্তি বিশেষে ফলাফল ভিন্ন হতে পারে।)
আরও পড়ুন - ১২ মাস পর বৃহস্পতির উদয়, চাকরি-ব্যবসায় ৩ রাশির সোনায় সোহাগা