Advertisement

Krishna Birth Dates: শ্রীকৃষ্ণের মতো স্বভাব এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তিদের, দেরিতে সাফল্য

৮ মূলাঙ্কের জাতক-জাতিকারা বুদ্ধিমান হন। খানিকটা গম্ভীর স্বভাবের। চাপা স্বভাবের হন। মনের কথা কাউকে বলেন না। চুপিসাড়ে লক্ষ্যের দিকে অগ্রসর হন। শান্তিতে মনোযোগ দিয়ে কাজ করেন। তাঁরা কথা কম বলেন।

সংখ্যাতত্ত্বসংখ্যাতত্ত্ব
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Aug 2025,
  • अपडेटेड 6:16 PM IST
  • ৮ মূলাঙ্কের জাতক-জাতিকারা হন পরিশ্রমী।
  • তাঁরা দূরদর্শী হন।

জ্যোতিষের মতোই সংখ্যাতত্ত্ব বা নিউমোরলজিতে গণনা করে বলা যায় যে কোনও ব্যক্তির স্বভাব এবং প্রকৃতি। জন্মতারিখ বা নামের সংখ্যাই বলে দেয় সেই নারী বা পুরুষ কেমন! ব্যক্তির নামের উপর ভিত্তি করে স্থির হয় মূলাঙ্ক। সংখ্যাতত্ত্বে মূলাঙ্ক থাকে ১ থেকে ৯ পর্যন্ত। এই মূলাঙ্ক ধরেই গণনা করা হয়। শ্রীকৃষ্ণের মূলাঙ্ক ৮। এই মূলাঙ্কের ব্যক্তিরা কেমন হন, তাঁদের জন্মতারিখই বা কত হয়?

সংখ্যাতত্ত্ব মতে, দ্বারকাধীশ KRISHNA নামের যোগফল ৮। মাসের ৮, ১৭ এবং ২৬ তারিখে জন্ম হলে হয় ৮ মূলাঙ্ক। রাশির মতো মূলাঙ্কেরও থাকে অধিপতি। ৮ মূলাঙ্কের অধিপতি হলেন কর্মফলদাতা শনিদেব। এই মূলাঙ্কের জাতক-জাতিকাদের স্বভাব-চরিত্র একদম শ্রী কৃষ্ণের মতো। ৮ মূলাঙ্কের জাতক-জাতিকারা হন দূরদর্শী। যে কোনও বিষয় আগে থেকে আঁচ করতে পারেন তাঁরা। ব্যবসায় তাঁরা সাফল্য থাকেন। থাকে ধৈর্যও। স্থিরবুদ্ধি থাকে। স্থিতধী স্বভাব। অর্থাৎ কোনও বিষয়েই অতিরিক্ত আবেগ দেখান না। তাঁরা অন্যকে সাহায্য করতেও ভালোবাসেন। বন্ধুত্বেও বিশ্বাসী হন। এই জন্মতারিখগুলির ব্যক্তিরা অত্যন্ত ভরসাযোগ্য।

পরিশ্রমী ও সৎ হন ৮, ১৭ এবং ২৬ তারিখে জন্মানো ব্যক্তিরা। তাঁরা কর্মঠ হওয়ার কারণে জীবনে পান সাফল্য। তবে পরিশ্রম না করলে সাফল্য মেলে না। বিস্তর টাকা-পয়সা কামান তাঁরা। শ্রীকৃষ্ণ ছোটবেলায় নানা প্রতিকূলতার মধ্যে পড়েছিলেন। জীবনের অনেকটা সময় পেরিয়ে দ্বারকাধীশ হন। মহাভারতের যুদ্ধে জয়লাভও করেছিলেন যৌবন পেরিয়ে যাওয়ার পর। ৮ মূলাঙ্কের ব্যক্তিরাও সাফল্য পান দেরিতে। ৩৫ বছর পর তাঁদের সাফল্যের যোগ।

৮ মূলাঙ্কের জাতক-জাতিকারা বুদ্ধিমান হন। খানিকটা গম্ভীর স্বভাবের। চাপা স্বভাবের হন। মনের কথা কাউকে বলেন না। চুপিসাড়ে লক্ষ্যের দিকে অগ্রসর হন। শান্তিতে মনোযোগ দিয়ে কাজ করেন। তাঁরা কথা কম বলেন। সহজে কাউকে বন্ধু করেন না। কিন্তু বন্ধু হলে কখনও তাঁর হাত ছাড়েন না। ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও তাঁরা সফল হন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম ১৭ সেপ্টেম্বর। তাঁরও মূলাঙ্ক ৮। তিনিও জীবনে অনেকটা দেরিতে সাফল্য পেয়েছিলেন। কিন্তু সেই সাফল্য কল্পনাতীত।

Advertisement

তবে ৮ মূলাঙ্কের জাতক-জাতিকাদের নেতিবাচক গুণও রয়েছে। যেমন তাঁরা উচ্চাকাঙ্ক্ষী হওয়ায় নানা সমস্যায় পড়েন। অবসাদও আসতে পারে। সব কাজেই নিজেকে জাহির করা স্বভাব। ফলে সহকর্মীরা পছন্দ করেন না। স্পষ্ট কথা বলেন। সেজন্য অন্যদের বিরাগভাজন হন।

Read more!
Advertisement
Advertisement