Advertisement

New Year 2026 Rashifal: ১ জানুয়ারি চমকাবে এই ৩ রাশির ভাগ্য, জীবনে আসবে খুশির সময়

নতুন বছর আর দেরি নেই। হাতে গোনা কয়েক দিন পরই আমরা ২০২৫ ছেড়ে ২০২৬-এ প্রবেশ করব। আর জ্যোতিষ অনুসারে, বছরের প্রথম দিনটা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন অনেক শুভ সংযোগ তৈরি হয়। যার ফলে কিছু রাশির জীবনে আসে ভাল দিন। এছাড়া ২০২৬ সালের প্রথম দিন প্রদোষ ব্রতও রাখা হবে। যার ফলে ভগবান শিবের আশীর্বাদ পেয়েই নতুন বছরটা শুরু হয়ে যাবে। এখানেই শেষ নয়, বছরের প্রথম দিনটা আবার বৃহস্পতিবার। যার ফলে ভগবান বিষ্ণুরও কৃপা পাবেন।

১ জানুয়ারি রাশিফল১ জানুয়ারি রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Dec 2025,
  • अपडेटेड 11:11 AM IST
  • হাতে গোনা কয়েক দিন পরই আমরা ২০২৫ ছেড়ে ২০২৬-এ প্রবেশ করব
  • বছরের প্রথম দিনটা খুবই শুভ বলে মনে করা হয়
  • এই দিন অনেক শুভ সংযোগ তৈরি হয়

নতুন বছর আর দেরি নেই। হাতে গোনা কয়েক দিন পরই আমরা ২০২৫ ছেড়ে ২০২৬-এ প্রবেশ করব। আর জ্যোতিষ অনুসারে, বছরের প্রথম দিনটা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন অনেক শুভ সংযোগ তৈরি হয়। যার ফলে কিছু রাশির জীবনে আসে ভাল দিন। এছাড়া ২০২৬ সালের প্রথম দিন প্রদোষ ব্রতও রাখা হবে। যার ফলে ভগবান শিবের আশীর্বাদ পেয়েই নতুন বছরটা শুরু হয়ে যাবে। এখানেই শেষ নয়, বছরের প্রথম দিনটা আবার বৃহস্পতিবার। যার ফলে ভগবান বিষ্ণুরও কৃপা পাবেন।

এখন প্রশ্ন হল, এই সময়টা কোন কোন রাশির জন্য শুভ সময় বয়ে আনবে? আর সেই উত্তরটা জানতে পড়তে থাকুন নিবন্ধটি।

বৃষ রাশি

এই সময়টা দারুণ কাটবে বৃষ রাশির জাতকদের। তাদের বাড়বে আত্মবিশ্বাস। পাশাপাশি অনেক দিন ধরে আটকে থাকা কাজও এই সময় হয়ে যাবে। চাকরিতে আপনারা সিনিয়ারের সাহায্য পাবেন। সেই সঙ্গে ব্যবসাতেও নতুন সম্পর্ক তৈরি হবে। এই দিন আপনারা নিজেদের সম্পর্কে শক্তিশালী অনুভব করবেন।

কর্কট রাশি

১ জানুয়ারি দিনটা ভাল যাবে কর্কট রাশিরও। এই দিন পারিবারিক জীবনে ভারসাম্য ফিরবে। পাশাপাশি খরচও আসবে নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, কোনও পুরনো বিনিয়োগের লাভ এত দিনে পাবেন।

এই সময় আপনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। যার ফলে মন থাকবে শান্ত। এছাড়া এই বছর যারা নতুন কোনও সিদ্ধান্ত নিতে চাইছেন, তারা এই সময়টা কাজে লাগাতে পারবেন।

ধনু রাশি

এই সময় ১ জানুয়ারি খুব ভাল যাবে ধনু রাশির। এই দিন আপনার মান ও সম্মান বাড়বে। আপনার পরিচিতিও বাড়বে। কার্যক্ষেত্রে আপনার ক্ষমতা সামনে আসবে। মানুষ আপনার কথার গুরুত্ব দেবেন। আপনি সব জায়গাতেই এগিয়ে যাবেন।

এছাড়া যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, তারা নতুন সুযোগ পাবেন। এই সময় এমন কিছু সিদ্ধান্ত নিতে পারেন, যার ফল পাবেন গোটা বছর ধরে।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement