Advertisement

New Year 2026 Rashifal: ২০২৬ সাল কোন রাশির দুর্দান্ত, কাদের চাপ? চলে এল সবচেয়ে সঠিক ভবিষ্যদ্বাণী

চলছে ডিসেম্বর। বছর শেষের পালা। আর কিছুদিনের নতুন বছর শুরু হতে চলেছে। আসছে ২০২৬। আর নতুন বছরে কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে। যার ফলে জীবন বদলে যেতে পারে কিছু রাশির। জ্যোতিষ মতে, ২০২৬ সালে ১২ রাশির কিছু বদল আসতে পারে। যার প্রভাব পড়বে জীবনের সব ক্ষেত্রেই। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন রাশি অনুসারে কোন রাশির জাতকের কেমন যাবে ২০২৬।

নতুন বছর ২০২৬ কোন রাশির কেমন যাবে?নতুন বছর ২০২৬ কোন রাশির কেমন যাবে?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 2:37 PM IST
  • আসছে ২০২৬, আর নতুন বছরে কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে
  • ২০২৬ সালে ১২ রাশির কিছু বদল আসতে পারে
  • রাশি অনুসারে কোন রাশির জাতকের কেমন যাবে ২০২৬

চলছে ডিসেম্বর। বছর শেষের পালা। আর কিছুদিনের নতুন বছর শুরু হতে চলেছে। আসছে ২০২৬। আর নতুন বছরে কিছু গ্রহ রাশি পরিবর্তন করছে। যার ফলে জীবন বদলে যেতে পারে কিছু রাশির। জ্যোতিষ মতে, ২০২৬ সালে ১২ রাশির কিছু বদল আসতে পারে। যার প্রভাব পড়বে জীবনের সব ক্ষেত্রেই। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন রাশি অনুসারে কোন রাশির জাতকের কেমন যাবে ২০২৬।

মেষ- আগামি বছরটি মেষ রাশির রাশির জাতকদের মাঝারি যাবে। সম্পত্তিজনিত ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। পাশাপাশি হুট করে বাবার সম্পত্তিও পেয়ে যেতে পারেন। এই বছর ঠিক ঠাক জায়গায় বিনিয়োগ করুন। খরচ করুন একটু ভেবে।

বৃষ- এই বছরটা বৃষ রাশির জাতকদের ভালই যাবে। এই বছর তারা সব সমস্যার করতে পারবেন সমাধান। শুধু তাই নয়, ২০২৬ সালে সম্পত্তি লাভও করতে পারেন। এই বছর নতুন বাহনও কিনতে পারেন।

মিথুন- এই রাশির জাতকদের সময়টা মধ্যম যাবে। যদিও এই বছর সম্পত্তি কেনার একটা যোগ রয়েছে। পাশাপাশি স্থান পরিবর্তনেরও যোগ রয়েছে। অর্থিক অবস্থা ভাল থাকবে। শেয়ার বাজার, লটারি এবং সাট্টার থেকে দূরে থাকুন।

কর্কট- এই সময়টা কর্কট রাশির জাতকদের কেরিয়ারে কিছুটা নামা-ওঠা থাকবে। তবে বুদ্ধি ব্যবহার করলে সব সমস্যার করা যাবে সমাধান। যদিও শিক্ষা এবং সম্পত্তির জন্য টাকা খরচ হবে। তবে ২০২৬ শেষ হওয়ার আগেই মধ্যে পরিস্থিতি অনুকূলে চলে আসবে।

সিংহ- আপনাদের দারুণ কাটবে বছরটা। ব্যবসা মোটামুটি ভাল যাবে। লোনের সমস্যা মিটে যাবে। আর্থিক পরিস্থিতি ফিরবে। তবে স্বাস্থ্যের জন্য এই বছর খরচ বাড়বে।

কন্যা- এই বছর স্থান পরিবর্তনের সঙ্গেই লাভের স্থিতি তৈরি হবে। ধন-সম্পত্তির পরিস্থিতি ঠিক হবে। স্বাস্থ্যের জন্য এই বছর খরচ বাড়তে পারে। এই সময় প্রয়োজন ছাড়া লোন নেবেন না।

তুলা- এই সময় কেরিয়ারে উন্নতি হবে। শুধু তাই নয়, আর্থিক অবস্থাও ফিরবে। সম্পত্তিও কিনতে পারবেন। তবে লোন নেওয়ার ক্ষেত্রে সাবধান হন।

Advertisement

বৃশ্চিক- ২০২৬ সালে একাধিক পরিবর্তন হতে পারে জীবনে। কেরিয়ার বদলালে সফলতা আসতে পারে। মিলবে টাকা। তবে পয়সা বুঝে-শুনে খরচ করতে হবে। পরবর্তী বছর নতুন বাড়ি তৈরি করতে পারেন।

ধনু- এই বছর আর্থিক হাল ফিরবে। রোজগার বৃদ্ধি পাবে। কোনও আটকে থাকা কাজ শুরু হয়ে যাবে। পাশাপাশি আয়ও হবে ভালই। তবে ভুলেও অহেতুক লোন নেবেন না।

মকর- এই সময় আর্থিক হাল ঠিকঠাক থাকবে। মাঝে মধ্যে ধনলাভ হবে। ফলে লোন থেকেও পাবেন মুক্তি। তবে সন্তানের স্বাস্থ্যের জন্য এই সময়টা খারাপ যেতে পারে।

কুম্ভ- নতুন কাজে এই বছর লাভ পাবেন। লোন ও অন্য আর্থিক সমস্যা থেকে পাবেন মুক্তি। তবে ব্যবসায় সাবধানে বিনিয়োগ করুন। ফেঁসে থাকা বা ডুবে থাকা ধন বের করে আনার চেষ্টা করুন।

মীন- ২০২৬ সালে আর্থিক স্থিতি মোটের উপর মধ্যম থাকবে। লোন এবং স্বাস্থ্যের জন্য অনেকটা খরচ বাড়বে। তবে ঠিক ঠাক সামলে নিতে পারবেন একটু বুদ্ধি করে চললেই। তবে এই সময় পারিবারিক বিবাদ থেকে বাঁচুন।

Read more!
Advertisement
Advertisement