Advertisement

Nilsasthi 2023 Date-Zodiac: নীলষষ্ঠীতে মহাদেবের আশিসে ৪ রাশিতে ভাগ্য বদল, জানুন ব্রতের সময় ও দিনক্ষণ

Nilsasthi 2023 Date-Lucky Zodiac: নীল ষষ্ঠীর ব্রত রাখলে সারাদিন নির্জলা উপোস করতে হয়। সন্তানের নীরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন হয়। এদিন সূর্য ১৩ এপ্রিল পর্যন্ত মীন রাশিতে থাকবে। ১৪ এপ্রিল সূর্য মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, ১৩ এপ্রিল পর্যন্ত সময়টি কিছু রাশির জন্য খুব শুভ হতে চলেছে।

নীলষষ্ঠী কবে, রইল দিনক্ষণনীলষষ্ঠী কবে, রইল দিনক্ষণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Apr 2023,
  • अपडेटेड 10:18 PM IST
  • বাংলায় লৌকিক উৎসবগুলির মধ্যে একটি হল নীলষষ্ঠী
  • নীল ষষ্ঠীর ব্রত রাখলে সারাদিন নির্জলা উপোস করতে হয়
  • এ বছর নীলষষ্ঠী ব্রত পালিত হবে বৃহস্পতিবার, ১৩ এপ্রিল

Nilsasthi 2023 Date-Lucky Zodiac: বাংলায় লৌকিক উৎসবগুলির মধ্যে একটি হল নীলষষ্ঠী। বাঙালি গৃহিণীরা (বিশেষত মায়েরা) নিজের সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত রাখেন।  সেদিনই সব রীতিনীতি পালন করে উপোস করে শিবের পুজো করেন মায়েরা৷ সন্তানের নীরোগ সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন হয়। সাধারণত চৈত্রসংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন নীলপুজো অনুষ্ঠিত হয়।

নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম। সেই নীল বা শিবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষ্যে এদিন লৌকিক আচার-অনুষ্ঠান সংঘটিত হয়। এরপর সংক্রান্তি, চড়কপুজো, গাজনের পর পয়লা বৈশাখ বা নববর্ষ শুরু হয়।

সন্তান থাকলে মায়েদের নীলষষ্ঠীর দিন কী করতে হয়? (Nilsasthi Puja Vidhi)
নীল ষষ্ঠীর ব্রত রাখলে সারাদিন নির্জলা উপোস করতে হয়। তারপর সন্ধের পর শিবলিঙ্গে জল-দুধ-ঘি-দই ঢেলে, মহাদেবের পুজো করতে হয়। মহাদেবকে নিজের পছন্দ মত আকন্দের মালা, ধুতরা, অপরাজিতা, কল্কে ফুল ও বেলপত্র অর্পণ করতে হয়। পুজো শেষ হলে শিবের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন মায়েরা। শিবের পুজোর সময় ওঁ নমঃ শিবায় মন্ত্র জপ করতে হয়।

আরও পড়ুন

নীলষষ্ঠী ব্রত ২০২৩-এ কবে পালিত হবে? (Nilsasthi 2023 Date)
এ বছর নীলষষ্ঠী ব্রত পালিত হবে বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩। বাংলায় ২৯ চৈত্র, ১৪২৯। 

মাহেন্দ্রযোগ
দিবা ঘটিকা ৭।৩ মধ্যে ও ১০।২২ গতে ১২।৫২ মধ্যে।

নীলষষ্ঠীতে সৌভাগ্যবান রাশি (Nilsasthi Lucky Zodiac-Surya Gochar)-
সূর্য ১৩ এপ্রিল পর্যন্ত মীন রাশিতে থাকবে। ১৪ এপ্রিল সূর্য মীন থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, ১৩ এপ্রিল পর্যন্ত সময়টি কিছু রাশির জন্য খুব শুভ হতে চলেছে।

বৃষ রাশি-
মায়ের সঙ্গ ও সহযোগিতা পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং ইন্টারভিউ ইত্যাদির আনন্দদায়ক ফলাফল পাবেন। পরিবারে ধর্মীয় সঙ্গীতের অনুষ্ঠান হবে। যানবাহনের আনন্দ বাড়বে। দাম্পত্য সুখ বাড়বে। লেখালেখির কাজ থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি-
সম্পত্তি থেকে আয় বাড়বে। মায়ের কাছ থেকে অর্থ পাওয়া যেতে পারে। শিল্প ও সঙ্গীতের প্রতি ঝোঁক বাড়বে। চাকরিতে কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের আধিক্য থাকবে। আয় বাড়বে। পারিবারিক জীবন সুখের হবে। সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। 

Advertisement

বৃশ্চিক রাশি-
সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আয় বাড়বে। বাহন আনন্দের সম্প্রসারণ সম্ভব।

ধনু রাশি
আত্মবিশ্বাস বাড়বে। মায়ের কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য সুখ বাড়বে। বন্ধুর সাহায্যে চাকরির সুযোগ পাওয়া যেতে পারে। আয় বাড়বে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। পরিবারে সম্মান বাড়বে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

Read more!
Advertisement
Advertisement