Advertisement

Nirjala Ekadashi: নির্জলা একাদশী থেকে ৬ জুলাই পর্যন্ত লাকি ৪ রাশি, কাটবে সুখ-বিলাসে

নির্জলা একাদশীর উপবাস হল সমস্ত একাদশীর উপবাসের মধ্যে সেরা। কথিত আছে, এই একাদশীর উপবাস করলে সারা বছরের একাদশীর পুণ্য মেলে।

nirjala ekadashi rashifal নির্জলা একাদশী রাশিফল। nirjala ekadashi rashifal নির্জলা একাদশী রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 May 2023,
  • अपडेटेड 10:31 PM IST
  • ৩১ মে নির্জলা একাদশী।
  • ৪ রাশির ভাগ্যোদয়।

জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে নির্জলা একাদশীর উপবাস পালন করা হয়। এ বছর গঙ্গা দশেরা ৩০ মে,মঙ্গলবার। আর নির্জলা একাদশী উপবাস পালিত হবে ৩১ মে। নির্জলা একাদশীর ব্রত অত্যন্ত শুভ। সব একাদশীর মধ্যে সেরা এই নির্জলা একাদশী। এই একাদশী পালন করলে মেলে শুভ ফল। পরিবারে আসে সুখসমৃদ্ধি। নির্জলা একাদশীর ঠিক আগের দিনই বিলাস ও বৈভবের গ্রহ শুক্র রাশি পরিবর্তন করছে। ফলে লাভবান হতে চলেছেন ৪ রাশির জাতক-জাতিকারা। 

নির্জলা একাদশীর উপবাস হল সমস্ত একাদশীর উপবাসের মধ্যে সেরা। কথিত আছে, এই একাদশীর উপবাস করলে সারা বছরের একাদশীর পুণ্য মেলে। নির্জলা, নাম থেকেই বোঝা যাচ্ছে,খাবার ও জল না খেয়ে উপবাস করতে হবে। দ্বাদশীর দিনে সূর্যোদয়ের সময় উপবাস ভঙ্গ করতে হয়। এই উপবাসে বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করা হয়। এই দিন শ্রী বিষ্ণুকে স্মরণ করুন। দানধ্যান করলে পুণ্য লাভ হয়। উপবাস না করতে পারলে নিরামিষ খান। ভাত এড়িয়ে চলুন।  

নির্জলা একাদশীর সময়-

একাদশী তিথি শুরু- ৩০ মে দুপুর ১টা ৭ মিনিটে। 
একাদশী তিথি শেষ- ৩১ মে, রাত ১টা ৪৫ মিনিটে।

নির্জলা একাদশী কোন কোন রাশির জন্য শুভ হতে চলেছে-

মেষ রাশি- শুক্র আপনার চতুর্থ ঘরে প্রবেশ করতে চলেছে। এই ঘর জমি, বাড়ি এবং সম্পদের স্থান। ৬ জুলাই পর্যন্ত আপনার সুসময় চলবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। শুক্র গ্রহের সময় শুভ ফল পেতে এবং অশুভ ফল এড়াতে বাড়িতে কর্পূরের প্রদীপ জ্বালান।

মিথুন রাশি-  শুক্রের এই গমন থেকে আপনি আর্থিক সুবিধা পাবেন। আয় বৃদ্ধির পূর্ণ সম্ভাবনা রয়েছে। পার্থিব সুখ পাবেন। ৬ জুলাই পর্যন্ত এই উপকৃত হতে চলেছেন। এই সময়ে সন্তানদের সুখও পেতে পারেন। ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান।


বৃশ্চিক রাশি- শুক্রের এই গমন বৃশ্চিক রাশির জাতকদের জন্য সুখবর বয়ে আনতে পারে। শুক্র আপনার রাশির নবম ঘরে প্রবেশ করবে। এই সময়টি লাভজনক হতে চলেছে। কেরিয়ারে এগিয়ে যাবেন। বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান।

Advertisement

মীন রাশি- সব ধরনের সুখ পাবেন। জীবনে উন্নতি লাভ করবে। প্রেম জীবন ভাল যাবে। ধর্মের প্রতি বিশ্বাস বাড়বে। পরিবারে ভালবাসা বজায় থাকবে। ৬ জুলাই পর্যন্ত সেদ্ধ আলু গরুকে খাওয়ান। মায়ের সেবা করুন।

Read more!
Advertisement
Advertisement