
November 2025 Monthly Horoscope: নভেম্বরে একাধিক গ্রহের রাশি বদল হবে। ১২টি রাশির জীবনেই এর প্রভাব পড়তে চলেছে। রাশি পরিবর্তনের ফলে কারও জীবনে সাফল্য আসবে। আবার কারও জীবনে চ্যালেঞ্জিং পরিস্থিতি আসতে পারে। জ্যোতিষ মতে, নভেম্বর ২০২৫ এ একাধিক শুভ যোগ গঠিত হতে চলেছে। যেমন ধরুন, এই নভেম্বরেই মহালক্ষ্মী যোগ, গজকেশরী যোগ, মঙ্গল আদিত্য যোগ তৈরি হতে চলেছে। এর ফলে বেশ কিছু রাশির জাতকের ভাগ্যে শুভ যোগ গঠিত হচ্ছে।
মেষ রাশি
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। তবে এর ফলে মানসিক চাপ বাড়তে পারে। ধৈর্য্য ধরে কাজ করুন। চেষ্টা ছাড়বেন না। তাহলেই সাফল্য নিশ্চিত। টাকাপয়সার বিষয়ে একটু সাবধান থাকুন। খরচ নিয়ন্ত্রণে রাখুন। হজমের গোলমাল হতে পারে। তাই খাওয়াদাওয়ার বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের সঙ্গে সময় কাটান। তাহলে মন শান্ত হবে। অ্যাংসাইটি দূর হবে।
বৃষ রাশি
এই মাসে টাকাপয়সার বিষয়ে সাবধান থাকুন। বিনিয়োগের সময় বিশেষত সাবধানতা অবলম্বন করুন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। সিনিয়রদের সাপোর্ট পাবেন। প্রেমজীবনে আন্ডারস্ট্যান্ডিংয়ে জোর দিন। মানসিক চাপ এড়াতে যোগ বা ধ্যান অভ্যাস করুন।
মিথুন রাশি
এই মাসে যেমন নানা সুযোগ আসবে, তেমনই বিভিন্ন চ্যালেঞ্জও আসতে পারে। নতুন কোনও প্রজেক্ট শুরু হতে পারে। ব্যবসায়ীদের মোটা টাকা মুনাফার সম্ভাবনা আছে। তবে ধৈর্য্য ধরে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। সম্পর্কের ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। মাথাব্যথা বা ঘুমের সমস্যা হতে পারে। শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিন।
কর্কট রাশি
পরিবারের দিকে নজর দিন। সবরকম সম্পর্ক সামলে চলুন। কথা কম বলুন। অফিস, ব্যবসা স্টেবল থাকবে। তবে হঠাৎ কোনও পরিবর্তন আসতে পারে। টাকাপয়সার দিক থেকে মাসটা মোটামুটি। হালকা সর্দি কাশি হতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটান।
সিংহ রাশি
এই মাসে আত্মবিশ্বাস আলাদাই লেভেলে থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতি হবে। বিনিয়োগ করলে মুনাফার যোগ রয়েছে। শরীরচর্চা ও ডায়েট বজায় রাখুন। প্রেম জীবনে দু'জনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো দরকার।
কন্যা রাশি
এই মাসে ডিসিপ্লিন মেনে চলাটা খুব জরুরি। নতুন কোনও প্ল্যান শুরু হতে পারে। পরিশ্রমের ফল পাবেন। আর্থিক দিক মাসটা ভালই কাটবে। খাওয়াদাওয়ার বিষয়ে সাবধানী থাকুন। বাইরের খাবার, অতিরিক্ত চিনি, তেল মশলা, ময়দা এড়িয়ে চলুন। বাড়িতে, পারিবারিক জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। ধৈর্য্য ধরে মোকাবিলা করুন।
তুলা রাশি
কাজের চাপ বাড়বে। কিন্তু চেষ্টা করলে সাফল্য়ও পাবেন। টাকাপয়সার দিকটা বেশ স্টেবল থাকবে। মানসিক শান্তি বজায় রাখুন। ধ্যান করুন। প্রেম জীবনে বুঝে শুনে ঠাণ্ডা মাথায় কথা বলুন। ঝগড়া এড়ান। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন। 
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির এই মাসটা একই সঙ্গে ভাল ও খারাপ। একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। আবার সেই চ্যালেঞ্জের মধ্যে দিয়েই নতুন কিছু করার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে খুব ভেবেচিন্তে পদক্ষেপ নিন। মানসিক শান্তিতে এই মাসে সবচেয়ে বেশি মনযোগ দিন। মনে যেটা চলছে, সেই আবেগ একেবারে স্পষ্টভাবে প্রকাশ করুন। এতে সম্পর্ক আরও মজবুত হবে।
ধনু রাশি
ভ্রমণ ও নতুন কাজের যোগ আছে। কর্মজগতে আসবে উন্নতি। আর্থিক দিক ভালো থাকবে। তবে খরচে সংযম প্রয়োজন। পরিবারের সঙ্গে সময় কাটান। প্রেম জীবনে আসবে মধুরতা।
মকর রাশি
কাজের জগতে বড় সাফল্য মিলবে। ঊর্ধ্বতনদের সহযোগিতা পাবেন। অর্থের দিকেও শুভ সময়। শরীরচর্চা নিয়মিত করুন। পরিবারে মিলেমিশে থাকুন।
কুম্ভ রাশি
এই নভেম্বর মাসটা শেখার মাস হিসাবেই ধরুন। নতুন কাজের সুযোগ আসবে। অর্থের দিক স্থিতিশীল। মানসিক চাপ কমান। প্রেম জীবনে বিশ্বাসই মূল চাবিকাঠি।
মীন রাশি
এ মাসটা আত্মবিশ্লেষণের। চেষ্টা চালিয়ে যান। সাফল্য নিশ্চিত। অর্থ বিনিয়োগে সাবধান থাকুন। হালকা শারীরিক সমস্যা হতে পারে। পরিবারে শান্তি বজায় রাখুন। 
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।