Advertisement

Numerology Predictions 2024: এই তারিখগুলিতে জন্মানো ব্যক্তি ও ৪ রাশির জন্য লাকি ২০২৪, অর্থলাভ-সাফল্য

২০২৩ দেখতে দেখতে শেষের পথে। আর দুমাস পরই শুরু হয়ে যাবে নতুন বছর ২০২৪। ২০২৪ সাল কার কেমন যাবে? চলুন জেনে নেওয়া যাক।

Numerology 2024। সংখ্যাতত্ত্ব ২০২৪। Numerology 2024। সংখ্যাতত্ত্ব ২০২৪।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Oct 2023,
  • अपडेटेड 3:16 PM IST
  • ২০২৩ দেখতে দেখতে শেষের পথে।
  • আর দুমাস পরই শুরু হয়ে যাবে নতুন বছর ২০২৪।
  • ২০২৪ সাল কার কেমন যাবে?

জ্যোতিষশাস্ত্রের মতোই গণনা হয় সংখ্যাতত্ত্বে। এখানে মূলাঙ্কের ভিত্তিতে চলে গণনা। ২০২৩ দেখতে দেখতে শেষের পথে। আর দুমাস পরই শুরু হয়ে যাবে নতুন বছর ২০২৪। ২০২৪ সাল কার কেমন যাবে? চলুন জেনে নেওয়া যাক। সংখ্যাতত্ত্ব অনুসারে, ২০২৪ সালের শুভ সংখ্যা ৮। কারণ ২০২৪-কে যোগ করলে এটাই আসে। ৮ সংখ্যাটির অধিপতি শনি। তাই সারা বছরই শনির প্রভাব থাকবে। এর পাশাপাশি বছরের শুরুতে সিংহ রাশিতে থাকবে চন্দ্র। তাই সূর্য গ্রহেরও প্রভাব থাকবে ২০২৪ সালে। সূর্য যে সংখ্য়ার অধিপতি তারা সুফল পাবে। সংখ্যাতত্ত্ব অনুসারে, নতুন বছরে কারা লাভবান হবে এবং কার ভাগ্য উজ্জ্বল হবে।

২০২৪ সালে লাকি কারা- সংখ্যাতত্ত্ব অনুসারে, যাঁরা মাসের ৮, ১৭ বা ২৬ তারিখে জন্মেছেন বা যাঁদের বয়স ১৭, ২৮, ৩৫ বা ৪৪ তারিখ তাঁরা এ বছর বেশি সুবিধা পাবেন। এছাড়াও যাঁরা ফেব্রুয়ারি, মার্চ বা এপ্রিল মাসে জন্মগ্রহণ করেছেন তাঁরাও নতুন বছর দারুণ কাটাবেন। এছাড়াও, মকর, সিংহ, কুম্ভ এবং মেষ রাশির জাতক-জাতিকারা আর্থিক লাভের নতুন উৎস খুঁজে পাবেন। এছাড়া ব্যবসাতেও লাভবান হবেন তাঁরা।

আর্থিক লাভ- আপনি যদি নতুন বিনিয়োগ করার কথা ভাবছেন তবে এই বছরটি অনুকূল। শনির প্রভাবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পেতে পারেন। নতুন বছরটি তাঁদের জন্য শুভ হবে যাঁদের রাশিতে শনি এবং সিংহ রাশি শক্তিশালী অবস্থানে রয়েছে। 

ইচ্ছাপূরণ- সংখ্যাতত্ত্ব অনুসারে, ৮, ১৭ বা ২৬ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ২০২৪ সালে অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন। এছাড়াও পরিকল্পনায় সফল হবেন তাঁরা। কাজে সাফল্য পেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন তাঁদের হিল্লে হবে এ বছর। এছাড়াও, আপনার কর্মজীবনে অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তায় বহু প্রতীক্ষিত সুযোগ পেতে পারেন। আপনার পরিবারে শান্তির পরিবেশ থাকবে। অবিবাহিত ব্যক্তিদের জন্যও এটি ভাল সময়। আপনি এই সময়ে পছন্দসই সঙ্গী খুঁজে পেতে পারেন।

Advertisement

সুখবরের যোগ-এই সময়ে আপনি দেশে এবং বিদেশে ভ্রমণ করতে পারেন। এই সময়ে আপনি সন্তান সংক্রান্ত কিছু ভাল খবর পেতে পারেন। এই বছর কোথা থেকে প্রচুর পরিমাণে আটকে থাকা অর্থ পেয়ে আপনার কোষাগার বৃদ্ধি পাবে। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাঁরা চমৎকার সুযোগ পেতে পারেন।

Read more!
Advertisement
Advertisement