Advertisement

Poush Purnima 2025: ১৪৪ বছর পর সূর্য-চন্দ্র-গুরুর মিলন, পৌষ পূর্ণিমা থেকে ৪ রাশির লক্ষ্মীলাভ

Paush Purnima 2025: পৌষ মাসের শুক্লপক্ষের শেষ তিথিকে পৌষ পূর্ণিমা বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, পৌষ পূর্ণিমার দিনে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এর সঙ্গে জীবনে সুখ আসে।

পৌষ পূর্ণিমা থেকে ৪ রাশির কপাল ফিরবেপৌষ পূর্ণিমা থেকে ৪ রাশির কপাল ফিরবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jan 2025,
  • अपडेटेड 6:06 PM IST
  • পৌষ মাসের শুক্লপক্ষের শেষ তিথিকে পৌষ পূর্ণিমা বলা হয়।

পৌষ মাসের শুক্লপক্ষের শেষ তিথিকে পৌষ পূর্ণিমা বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, পৌষ পূর্ণিমার দিনে ভগবান শ্রী হরি বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এর সঙ্গে জীবনে সুখ আসে। এই বছর পৌষ পূর্ণিমা ১৩ জানুয়ারি ২০২৫-এ পালন করা হবে। এইদিন স্নান-দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। ১২ বছর পর এই বছর পৌষ পূর্ণিমাতে মহাকুম্ভ মেলা হচ্ছে। যার ফলে এইদিনের গুরুত্ব অপরিসীম। 

এমনিতেও এই বছরের পৌষ পূর্ণিমাকে খুবই বিশেষ বলে মনে করা হচ্ছে। কারণ ১৪৪ বছর পর এইদিনে সূর্য, চন্দ্র ও গুরুর যুতি তৈরি হতে চলেছে। যার ফলে কিছু রাশির লাভ হতে চলেছে। আসুন জেনে নিই কোন কোন রাশির সময় ভাল যাবে। 

মিথুন রাশি
পৌষ পূর্ণিমা থেকে মিথুন রাশির ভাল সময় শুরু হতে চলেছে। জীবনে সুখ-সমৃদ্ধি আসবে। মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ হবে। পেশাদার জীবনে উন্নতি আসবে। 

কর্কট রাশি
পৌষ পূর্ণিমা থেকে কর্কট রাশির জীবনে সুখ-সমৃদ্ধি আসতে চলেছে। নতুন নতুন বন্ধু হবে। আর্থিক কাজে সফলতা আসবে। অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলবে। 

বৃশ্চিক রাশি
পৌষ পূর্ণিমা বৃশ্চিক রাশির জন্য শুভ বলে প্রমাণিত হবে। মা লক্ষ্মীর কৃপায় পড়ুয়াদের জন্য সময় ভাল আসবে। কর্মক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। 

মকর রাশি
পৌষ পূর্ণিমা মকর রাশির জন্য সুসময় আনবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহায়তা পাবেন। নতুন সুযোগ পাবেন। পরিশ্রম করে কাজ করলে উন্নতি জীবনে আসবেই। 

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Read more!
Advertisement
Advertisement