Advertisement

Pratiyuti Rajyog Rashifal: ​​​​​​​​​​​​​​১৭ সেপ্টেম্বর গ্রহের বিরল যোগ, বদলে যেতে পারে ৩ রাশির ভাগ্য

Pratiyuti Rajyog Rashifal: ​​​​​​​​​​​​​​এদিনের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, গ্রহ-যোগের প্রভাবে মেষ, মিথুন, কর্কট, সিংহ, ধনু এবং কুম্ভ রাশির জাতকদের জন্যও শুরু হতে পারে এক নতুন অধ্যায়। অনেকে চাকরি বা ব্যবসায় বড় সিদ্ধান্ত নিতে পারেন, আবার কারও জীবনে আসতে পারে ব্যক্তিগত সম্পর্কের ইতিবাচক মোড়।

১৭ সেপ্টেম্বর গ্রহের বিরল যোগ, বদলে যেতে পারে ভাগ্য১৭ সেপ্টেম্বর গ্রহের বিরল যোগ, বদলে যেতে পারে ভাগ্য
Aajtak Bangla
  • মালদা,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 7:55 PM IST

Pratiyuti Rajyog Rashifal: ১৭ সেপ্টেম্বর গ্রহের বিরল যোগ, বদলে যেতে পারে ভাগ্যবিশ্বকর্মা পুজোর দিন এক বিশেষ গ্রহ-যোগ তৈরি হচ্ছে মহাকাশে। ১৭ সেপ্টেম্বর রাত ১১টা ১৫ মিনিটে শনি ও বুধ মুখোমুখি অবস্থানে থাকবে। অর্থাৎ ১৮০ ডিগ্রিতে, যাকে জ্যোতিষ শাস্ত্রে বলা হয় "প্রতিয়ুতি দৃষ্টি"। এই যোগ তৈরি করবে এক বিশেষ প্রভাব, যার লাভ সবচেয়ে বেশি হতে পারে মেষ, বৃষ এবং ধনু রাশির জাতক-জাতিকাদের।

শনি ও বুধের এমন দৃষ্টির ফলে জীবনে হঠাৎ বদল, কর্মক্ষেত্রে উন্নতি কিংবা আর্থিক দিক থেকে বড় সুযোগ আসতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা।

একইসঙ্গে, ১৭ সেপ্টেম্বর সূর্য প্রবেশ করছে কন্যা রাশিতে, যেখানে আগে থেকেই অবস্থান করছে বুধ। সূর্য-বুধের এই সংযোগ কন্যা রাশির জাতকদের জন্য এক শুভ সময়ের ইঙ্গিত বহন করছে। যাঁরা কাজ, ব্যবসা কিংবা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, তাঁদের জন্য এই সময় নতুন পথ খুলে দিতে পারে।

আরও পড়ুন

এদিনের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, গ্রহ-যোগের প্রভাবে মেষ, মিথুন, কর্কট, সিংহ, ধনু এবং কুম্ভ রাশির জাতকদের জন্যও শুরু হতে পারে এক নতুন অধ্যায়। অনেকে চাকরি বা ব্যবসায় বড় সিদ্ধান্ত নিতে পারেন, আবার কারও জীবনে আসতে পারে ব্যক্তিগত সম্পর্কের ইতিবাচক মোড়।

মিথুন রাশি
জন্য শনি-বুধের প্রতিয়ুতি রাজযোগ অত্যন্ত শুভ মুহূর্ত নিয়ে আসতে চলেছে ৷ কর্মক্ষেত্রে বিরাট উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে ৷ যাঁরা বাড়ি, গাড়ি কিনছেন বা কেনার চেষ্টা করছেন এবার তাঁদের জন্য আসতে চলেছে আরও ভাল খবর ৷ চাকরিতে সমস্ত টারগেট এবার স সম্পন্ন করতে পারবেন ৷

তুলা রাশি
রাশির জন্য শনি-বুধের প্রতিয়ুতি রাজযোগ বিরাট উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে৷ ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য ভাল সময়, রাশির স্বামী বুধের বিরাট শক্তি বৃদ্ধি ৷ যাঁরা বাড়ি, গাড়ি কিনছেন বা কেনার চেষ্টা করছেন এবার তাঁদের জন্য আসতে চলেছে আরও ভাল খবর ৷ চাকরিতে সমস্ত টার্গেট এবার সম্পন্ন করতে পারবেন ৷

Advertisement

মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট মুহূর্ত আসতে চলেছে ৷ ইতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে ৷ আমদানি বৃদ্ধি হবে ৷ সেপ্টেম্বরে আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে ৷ হঠাৎ করে টাকা পয়সা লাভ করতে চলেছেন জাতক-জাতিকারা ৷ প্রেমের জন্য অত্যন্ত অনুকূল মুহূর্ত আসতে চলেছে ৷ পরিবারের সুখ ও শান্তি বৃদ্ধি পাবে ৷

তবে এই সময় কিছু রাশির জাতকদের সাবধানে চলার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ বিশারদরা। কারণ গ্রহের অবস্থান যেমন সুযোগ তৈরি করতে পারে, তেমন হঠাৎ উত্তেজনা, ভুল সিদ্ধান্ত বা সম্পর্কের টানাপোড়েনও দেখা দিতে পারে।

Read more!
Advertisement
Advertisement